নির্বোধ জাতি
লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ০৫ মে, ২০১৫, ০৫:২২:৪৭ বিকাল
যখন আকাশ ঢেলে দেয় তার পুঞ্জিবুত মেঘমালা
প্রচন্ড ধাবমানে ঝর ঝর করে পরে জমিনের পর,
পৃথিবীর সকল পশু,মানুষ খুঁজে নিশ্চিদ্র নিরালা
অবুঝ জমিন পরে রয় দেহ বিচিয়ে নিরব নিথর।।
-
ব্যাঘ্র গর্জনে ক্রোধে ফেটে পরে যবে নীল আসমান
ধেয়ে আসে উত্তাল সমুদ্রের জলের তরঙ্গ,দেখি ক্রোধ
মুহুর্তে অগ্নিস্পুলিঙ্গে বিশাল বটবৃক্ষ হয়ে পড়ে দু'খান
শহর রক্ষার বেড়িবাঁধ করিতে পারেনা গতিরোধ।।
-
আসমান আর সমুদ্রের পানির নিভির সম্মিলনে
যখন ভেসে যায় গরু মহিষ মানুষ হিংস্র পশু কুল,
খড় কুটোর মতো ছুটে চলা বিশাল বৃক্ষের ভাসমানে
ডাল আশ্রয় করে আহত কুকুর,মানুষ জানায় আকুল।
-
তখন কোথায় থাকে সাহসী মানুষের উগ্র অহমীকা
অথবা বাঁধ ভাঙ্গা উচ্ছল উলঙ্গ যৌবনের লাবন্যতা,
তবে কেন ভুলে যায় সম্মুকে দাড়ায়ে মৃত্যুর যবনিকা
কেন করেনা নির্বোধ, স্রষ্টার সাথে আপোষকামীতা।
-
অযথাই স্পর্ধা দেখায় অহংকারী অবিশ্বাসী আদম জাতি
স্রষ্টার সাতে লাগায় দন্দ্ব ,সৃষ্টি কে করে দলিত মথিত
আহা অবুঝ মানব!অকারনেই হয় কেবলি আত্নঘাতী
কেন বুঝে না যে, তার কাছে হতেই হবে অবনমিত।
বিষয়: সাহিত্য
১০২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন