"বেশ সুখে আছি"
লিখেছেন লিখেছেন নাছির বিন ইব্রাহীম ২৭ এপ্রিল, ২০১৫, ০৩:৫৯:২৯ দুপুর
রাত নেমে আসলেই অলি গলি ঝিল
হায়েনারা চারিদিকে করে কিলবিল
ভোর হলে মেলে হায় মানুষের লাশ
ধর্ষিতা তরুণীর শুনা যায় ফাঁস!
-
হানাহানি গুম খুনে ছেয়েছে এ দেশ
মানবতা, ধর্য্যের নেই কোন লেশ
বিবেকও হয়ে গেছে ক্ষমতার দাশ
মানুষের দুঃখে করে মানুষ উল্লাস।
-
কেউ করে অন্যায় বুক তার খুলে
প্রতিবাদে থাকে কেউ মামলায় ঝুলে
সমতাও নেই আজ ক্ষমতার কাছে
মামা খালু থাকলেই সেই জন বাঁচে।
-
মুখ-বুজে থাকারও নেই পরিবেশ
সব কিছু একে একে হচ্ছেও শেষ
ঘাম ঝরা শ্রমিকের নেই কোন দাম
সব মিলে,যদি নিচে দিতে পারে খাম।
-
দেশ প্রেম? তাও আজ ব্যবসার পুঁজি
ভন্ডেরা মেকি প্রেমে করে যায় রুজি
যার আছে দাপট ও টাকা কাড়ি কাড়ি
বিদেশেই ঘাঁটি করে বানাচ্ছে বাড়ি
-
অসহায় কৃষকের মুখে নেই ভাত
এক বেলা খেয়ে কোন মতে কাটে রাতে
বর্ষায় ভিজে ডুবে হয় ঘর হারা
ছেলে মেয়ে স্কুলে দেয় কবে তারা।
-
অনেক এগিয়েছে দেশ,কথা শুধু শুনি
পিছিয়েছে শুধু তবে জ্ঞানি আর গুনি
বেড়ে গেছে হিংসা ও বেড়ে গেছে দ্বেষ
বেশ সুখে আছি হা হা,বেশ সুখে বেশ।
বিষয়: সাহিত্য
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন