যে কারণে মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে মিথ্যা নাটক করছে সরকার
লিখেছেন লিখেছেন মেজর রাহাত০০৭ ২১ নভেম্বর, ২০১৫, ০২:৫৭:৩৫ দুপুর
আগের ২ জন জামায়াত নেতা রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা না চেয়ে ঈমানের কঠিন পরীক্ষার মাধ্যমে ফাসির দড়িতে নিজেদের গলাকে সমর্পণ করে দিয়েছিলো। শুধু তারা নিজেরাই ঈমানের পরীক্ষা না , ঈমানের পরীক্ষা দিয়েছেন তাদের পরিবার ও। স্বামীকে শেষ বিদায় দিয়ে আসার পর কাদের মোল্লার স্ত্রীর ভি চিহ্ন অথবা কামারুজ্জামানের ১৩/১৪ বছরের মেয়ের ভি চিহ্ন , এগুলো শাহবাগী ও আওয়ামী সরকারের মনে আগুন ধরিয়ে দিয়েছিলো।
শাহবাগী ও তাদের সাগরেদদের সেই কি জ্বলুনি। তারা ভেবেছে হয়তো কাদের মোল্লা এবং কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইবেন।
এতে বিরোধী মত বা দলের মনোবল ভেঙ্গে দেওয়া যাবে। জামায়াত শিবিরের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতে পারবে।
আজকে আবার সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ফাসির আবেদন করিয়েছেন বলে সিন্ডিকেট মিডিয়া দিয়ে প্রচার করছে সরকার ।
এর মাধ্যমে সরকার চায় আবারো বিরোধীদের নৈতিকভাবে দুর্বল করতে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদকে দুর্বল ঈমানের মানুষ ও অপরাধী হিসেবে মানুষের কাছে সাব্যস্ত করতে এই প্রচারণা।
হয়তো এই প্রচারণার মাঝেই আবার প্রচার করবে রাষ্ট্রপতির কাছে করা আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি এবং আজকে রাতেই ফাসি কার্যকর।
এর মাধ্যমে সরকার মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে অপরাধী সাব্যস্ত করবে দেশের মানুষের সামনে।
ফাসি কার্যকরের পর , অজানাই থেকে যাবে আদতে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন কিনা ?
যেহেতু ফাসি কার্যকর হয়ে গেছে , তাই জানার কোনো সুযোগ থাকলো না , অথবা সরকার নিজেরাই জাল আবেদনপত্র বানিয়ে নিজেদের মিডিয়ায় প্রচার করবে।
কিন্তু প্রকৃত সত্য হলো তারা কেউই রাষ্ট্রপতির কাছে আবেদন করেননি , তবে তাদের প্রতি যে অবিচার করা হয়েছে , সেটি রাষ্ট্রপতিকে চিঠির মাধ্যমে অবহিত করতে চেয়েছিলেন।
বিষয়: বিবিধ
১৭৬২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন