মুক্তিযুদ্ধের ভূয়া ইতিহাস তৈরী করে যেভাবে ধরা খেলেন মহসিন আলী ও শাহবাগী ভন্ডের দল
লিখেছেন লিখেছেন মেজর রাহাত০০৭ ১৪ জুন, ২০১৫, ০৯:২৮:০৩ রাত
অবৈধ আওয়ামী মন্ত্রী মহসিন আলীর বিড়ি খাওয়াকে বৈধ করতে মুক্তিযুদ্ধ নিয়ে আবেগপ্রবণ কাহিনী বানিয়ে বোধাই বাঙালিকে আবারো আবেগতাড়িত করতে গিয়ে ধরা খেলেন মহসিন আলী ও শাহবাগী হাসান মোর্শেদ ও মুক্তিযুদ্বাদের চোর বাটপার বলে কুটুক্তিকারী নিঝুম মজুমদার।
আজ সচিবালয়ে আমার বাংলাদেশ অনলাইনের সাথে আলাপচারিতায় মন্ত্রী বলেন ‘পুয়ার লাগি’ সিগারেট খাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তার বড় ছেলে ও তিনি এক সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ‘যুদ্ধের শেষদিকে পাঞ্জাবি সেনারা তার ছেলেকে ধরে নিয়ে যায়। পাঞ্জাবিরা আমিসহ আমার সঙ্গে থাকা মুক্তিযোদ্ধাদের সন্ধানের জন্য ছেলেকে নির্যাতন করে। কিন্তু নির্যাতনের পরও ছেলে মুখ খোলেনি। ’ এই বীরত্বের জন্য নিজের ছেলেকে ‘বাপের বেটা’ আখ্যা দিয়ে মন্ত্রী সিলেটের আঞ্চলিক ভাষায় বলেন, ‘হিদিন যদি নির্যাতনের ডরে পুয়ায় আমিসহ আমার সঙ্গে থাকা মুক্তিযোদ্ধাদের নাম কইলাইতো তা অইলে আমরা সব খতম অই যাইতাম। তিনি বলেন, নাম না কওয়ার অপরাধে পুয়ারে পাঞ্জাবিরা মারি লাইছে। যদি নাম কইতো তা অইলে আমিসহ ২০০ জন মুক্তিযোদ্ধারে মারি লাইত পাঞ্জাবিরা। নিজে মরিয়া আমরারে বাঁচাইয়া দিছে। এর বাদে পুয়ার লাগি টেনশন অইতে লাগল। আর টেনশন কমাইবার লাগিয়া সিগারেট খাইতে শুরু যে করলাম, তা ওখনও আছে
তারপর আমরা দেখবো মহসিন আলীর বিড়ির বৈধতা দেওয়ার জন্য শাহবাগী হাসান মোর্শেদের স্টাটাস।
তারপরে শাহবাগী আবেগী ভাইরাস যেভাবে ছড়ায় আরকি, ঠিক সেইভাবে ছড়িয়ে স্টাটাসটি নিঝুম মজুমদার কপি করেছে।
এবার আমরা প্রকৃত সত্য উদঘাটনে যাব।
প্রথমে দেখবো ১৯৭১ সালে মন্ত্রী মহসিন আলীর বয়স কত ছিলো ?
সংসদ ভবনের ওয়েবসাইটে এমপিদের তালিকায় মহসিন আলীর জন্মদিন লেখা রয়েছে ১২-১২-১৯৪৮
সূত্র : http://www.parliament.gov.bd/index.php/en/get-involved/contact-an-mp?layout=edit&id=2134
এবার আমরা দেখবো মহসিন আলীর মন্ত্রনালয়, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ওয়েবসাইট। যেখানে মহসিন আলীর জন্ম ১২-১২-১৯৪৮ ই লেখা আছে
সূত্র : http://www.msw.gov.bd/site/office_head/dcdf2559-eed9-403f-86d3-c1d0bd723c9d
তাহলে উপরোক্ত ২ সূত্রমতে মহসিন আলীর জন্ম ১২-১২-১৯৪৮
তাহলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ব শুরুকালীন মন্ত্রী মহসিন আলীর বয়স ছিলো ২২ বছর ৩ মাস।
মন্ত্রী মহোদয় ও মানুষের আবেগ নিয়ে সেরা খেলোয়ার শাহবাগীদের কথা অনুযায়ী ১৯৭১ সালের যুদ্বে মন্ত্রীর ছেলে পাকিস্তানিদের হাতে মারা গিয়েছে।
প্রশ্ন হলো ১৯৭১ সালে ২২ বছর বয়সী মন্ত্রী বিয়ে করলেন কবে আর কবেইবা সন্তান জন্ম দিলেন ? আবার সেই সন্তান পাকিস্তানিদের কাছে মহসিন আলীর সহ ২০০ মুক্তিযুদ্বার অবস্থানের খবর না বলার কারণে কিভাবে হত্যা করা হয় ??
তাহলে এটি স্পস্ট প্রতিয়মান হয় যে, মুক্তিযুদ্ব নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের অপকর্ম / বিড়িটানা হালাল করতেই এই রকম গল্পের অবতারণা করেছে ভন্ড শাহবাগীর দল। আর ঠিক এইভাবেই গত ৪৪ বছর ধরে মুক্তিযুদ্বের আবেগকে কাজে লাগিয়ে হেন কোনো অপকর্ম নেই যা তারা করে নাই। লুটেপুটে খাচ্ছে এই দেশকে।
বিষয়: বিবিধ
৭৭৩৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলদা জামায়াতীদের কারণেই কামারুজ্জামানের ফাসি হয়েছে
চেতনার টেবলেট আর কতদিন চলবে ??
মন্তব্য করতে লগইন করুন