মুক্তিযুদ্ধের ভূয়া ইতিহাস তৈরী করে যেভাবে ধরা খেলেন মহসিন আলী ও শাহবাগী ভন্ডের দল

লিখেছেন লিখেছেন মেজর রাহাত০০৭ ১৪ জুন, ২০১৫, ০৯:২৮:০৩ রাত



অবৈধ আওয়ামী মন্ত্রী মহসিন আলীর বিড়ি খাওয়াকে বৈধ করতে মুক্তিযুদ্ধ নিয়ে আবেগপ্রবণ কাহিনী বানিয়ে বোধাই বাঙালিকে আবারো আবেগতাড়িত করতে গিয়ে ধরা খেলেন মহসিন আলী ও শাহবাগী হাসান মোর্শেদ ও মুক্তিযুদ্বাদের চোর বাটপার বলে কুটুক্তিকারী নিঝুম মজুমদার।

আজ সচিবালয়ে আমার বাংলাদেশ অনলাইনের সাথে আলাপচারিতায় মন্ত্রী বলেন ‘পুয়ার লাগি’ সিগারেট খাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তার বড় ছেলে ও তিনি এক সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ‘যুদ্ধের শেষদিকে পাঞ্জাবি সেনারা তার ছেলেকে ধরে নিয়ে যায়। পাঞ্জাবিরা আমিসহ আমার সঙ্গে থাকা মুক্তিযোদ্ধাদের সন্ধানের জন্য ছেলেকে নির্যাতন করে। কিন্তু নির্যাতনের পরও ছেলে মুখ খোলেনি। ’ এই বীরত্বের জন্য নিজের ছেলেকে ‘বাপের বেটা’ আখ্যা দিয়ে মন্ত্রী সিলেটের আঞ্চলিক ভাষায় বলেন, ‘হিদিন যদি নির্যাতনের ডরে পুয়ায় আমিসহ আমার সঙ্গে থাকা মুক্তিযোদ্ধাদের নাম কইলাইতো তা অইলে আমরা সব খতম অই যাইতাম। তিনি বলেন, নাম না কওয়ার অপরাধে পুয়ারে পাঞ্জাবিরা মারি লাইছে। যদি নাম কইতো তা অইলে আমিসহ ২০০ জন মুক্তিযোদ্ধারে মারি লাইত পাঞ্জাবিরা। নিজে মরিয়া আমরারে বাঁচাইয়া দিছে। এর বাদে পুয়ার লাগি টেনশন অইতে লাগল। আর টেনশন কমাইবার লাগিয়া সিগারেট খাইতে শুরু যে করলাম, তা ওখনও আছে

তারপর আমরা দেখবো মহসিন আলীর বিড়ির বৈধতা দেওয়ার জন্য শাহবাগী হাসান মোর্শেদের স্টাটাস।



তারপরে শাহবাগী আবেগী ভাইরাস যেভাবে ছড়ায় আরকি, ঠিক সেইভাবে ছড়িয়ে স্টাটাসটি নিঝুম মজুমদার কপি করেছে।





এবার আমরা প্রকৃত সত্য উদঘাটনে যাব।

প্রথমে দেখবো ১৯৭১ সালে মন্ত্রী মহসিন আলীর বয়স কত ছিলো ?

সংসদ ভবনের ওয়েবসাইটে এমপিদের তালিকায় মহসিন আলীর জন্মদিন লেখা রয়েছে ১২-১২-১৯৪৮



সূত্র : http://www.parliament.gov.bd/index.php/en/get-involved/contact-an-mp?layout=edit&id=2134

এবার আমরা দেখবো মহসিন আলীর মন্ত্রনালয়, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ওয়েবসাইট। যেখানে মহসিন আলীর জন্ম ১২-১২-১৯৪৮ ই লেখা আছে



সূত্র : http://www.msw.gov.bd/site/office_head/dcdf2559-eed9-403f-86d3-c1d0bd723c9d

তাহলে উপরোক্ত ২ সূত্রমতে মহসিন আলীর জন্ম ১২-১২-১৯৪৮

তাহলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ব শুরুকালীন মন্ত্রী মহসিন আলীর বয়স ছিলো ২২ বছর ৩ মাস।

মন্ত্রী মহোদয় ও মানুষের আবেগ নিয়ে সেরা খেলোয়ার শাহবাগীদের কথা অনুযায়ী ১৯৭১ সালের যুদ্বে মন্ত্রীর ছেলে পাকিস্তানিদের হাতে মারা গিয়েছে।

প্রশ্ন হলো ১৯৭১ সালে ২২ বছর বয়সী মন্ত্রী বিয়ে করলেন কবে আর কবেইবা সন্তান জন্ম দিলেন ? আবার সেই সন্তান পাকিস্তানিদের কাছে মহসিন আলীর সহ ২০০ মুক্তিযুদ্বার অবস্থানের খবর না বলার কারণে কিভাবে হত্যা করা হয় ??

তাহলে এটি স্পস্ট প্রতিয়মান হয় যে, মুক্তিযুদ্ব নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের অপকর্ম / বিড়িটানা হালাল করতেই এই রকম গল্পের অবতারণা করেছে ভন্ড শাহবাগীর দল। আর ঠিক এইভাবেই গত ৪৪ বছর ধরে মুক্তিযুদ্বের আবেগকে কাজে লাগিয়ে হেন কোনো অপকর্ম নেই যা তারা করে নাই। লুটেপুটে খাচ্ছে এই দেশকে।

বিষয়: বিবিধ

৭৭৩৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325848
১৪ জুন ২০১৫ রাত ০৯:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১৮ বছর এর কামরুজ্জামান এর যদি ফাঁসি হতে পারে তা হলে ২২ বছর এর মহসিন আলির ১০ বছর এর সন্তান থাকায় সমস্যা কি!!!
১৪ জুন ২০১৫ রাত ০৯:৪৮
268050
মেজর রাহাত০০৭ লিখেছেন : মহসিন আলী তার ছেলে মনে হয় একই সময় জন্মেছে। Tongue Tongue
বলদা জামায়াতীদের কারণেই কামারুজ্জামানের ফাসি হয়েছে
325856
১৪ জুন ২০১৫ রাত ১০:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ সত্য উপস্থাপন করে বিড়ি গুন্ডার পাছায় আগুন লাগিয়ে দেওয়ায়
১৪ জুন ২০১৫ রাত ১০:১৪
268072
মেজর রাহাত০০৭ লিখেছেন : হা হা। বিড়ি গুন্ডা Tongue
325867
১৪ জুন ২০১৫ রাত ১১:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! অনেক ধন্যবাদ
325872
১৪ জুন ২০১৫ রাত ১১:২৭
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
325911
১৫ জুন ২০১৫ সকাল ১১:৩৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কতদিন ব্লগে আসিনা। মেজর ভাইয়া এট লাস্ট আপনাকে পেলাম। আহা আমার লেখায় কতই না খোঁচা মারতেন অবশেষে পেলুম আপনায়।
325996
১৫ জুন ২০১৫ রাত ০৯:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মেজরের মতই মেজর গিরি..মহসিন আলী কলকাতায় মুক্তিযুদ্ধ করেছিল... অনেক ধন্যবাদ।
326139
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা......পুরাই লোল..
চেতনার টেবলেট আর কতদিন চলবে ??
326437
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
নয়ন খান লিখেছেন : স্যালুট মেজর রাহাত!
326552
১৮ জুন ২০১৫ সকাল ১০:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মহসিন আলী নামের হাদারামটা মনে হয় কোন মানুষ্য কন্যাকে বিয়ে করেনি তৎকালীন সময়ে। সাধারণত ১৫ বছর পর থেকে পুরুষের ক্ষেত্রে বালেগ হওয়ার আলামত জাহির হয়। সে হিসেবে বিবেচনা করলে হয়তো এই গর্ধভটা বালেগ হওয়ার পরে বন জঙ্গলের কোন জন্তু জানোয়ারের সাথে সহবাস করে বংশ বিস্তার করেছে। আর সেই বংশের কেউ হয়তো মুক্তিযুদ্ধের সময় মারা পড়েছে। গাজা খোরদের বলদগিরির কিচ্ছ্য এই অধম জাতিকেই গিলানো সম্ভব দুনিয়াত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File