এরশাদ না পুরুষ, না মহিলা : কাদের সিদ্দিকী
লিখেছেন লিখেছেন মেজর রাহাত০০৭ ০৩ মে, ২০১৫, ১০:১৭:২৯ রাত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শান্তিমত দেশ চালানোর জন্য প্রয়োজনে চাড়ালের সাথেও আলোচনা করতে হবে। রোববার বিকেলে জামালপুরে মুক্তমঞ্চের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন- খালেদা জিয়া যে বুঝে না এটা তিনি বুঝেন, কিন্তু হাসিনা যে বুঝে না এটা তিনি বুঝেইনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছেন। আর বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি শুধু পেট্টোল বোমা মারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরাও পেট্টোল বোমা মেরেছে। অবরোধ-হরতালে কোনো ধনী মানুষ মরেনি শুধু গরীবেরা মরেছে। এ দেশে সবাই মাতবর। কেউ কারো কথা শুনে না। আগামী ১৫ বছর এভাবে দেশ চলতে থাকলে আওয়ামী লীগ মারা গেলে বিএনপি পন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না। আর বিএনপি মারা গেলে আওয়ামী লীগ পন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন