অতীতকে ভুলে যাও

লিখেছেন লিখেছেন সরওয়ার মোর্শেদ ২১ এপ্রিল, ২০১৫, ০৯:১৫:১৭ রাত

অতীতকে ভুলে যাও । অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে । অতীতের কথা ভেবে অনেক বোকাই মরেছে ।

আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় । ভবিষ্যতকেও অতীতের মত দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও । আজই তো ভবিষ্যত , কাল বলে কিছুই নেই । মানুষের মুক্তির দিন তো আজই । আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে , সে ভোগে শক্তিহীনতায় , মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায় । অতএব , অতীতের এবং ভবিষ্যতের দরজায় তালা লাগাও আর শুরু কর দৈনিক জীবন নিয়ে বাঁচতে ।

বিষয়: বিবিধ

১৬৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File