কোরআন জ্ঞানের উৎস
লিখেছেন লিখেছেন এশিয়ান স্প্রিং ১৭ আগস্ট, ২০১৫, ০৫:৫৯:৫৮ বিকাল
আল্লাহর নাযিলকৃত ও সুরক্ষিত কোরআন জ্ঞানের উৎস। এটা এমন এক উৎস যা থেকে অধ্যয়নের মাধ্যমেই সুবিধা পাওয়া যেতে পারে। কোরআন অধ্যয়নের দুটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে আধ্যাত্নিক উৎকর্ষের চর্চা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে খলিফা হিসেবে মানুষকে পৃথিবীতে বাস্তব কর্ম সম্পাদনের লক্ষ্যে বিশ্বজাহান অধ্যয়নের আহ্বান জানানো হয়েছে। এই উভয় অধ্যয়ন একত্রে সম্পাদন এবং তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্যেই এই পৃথিবী ও পরজগতের কল্যাণ নিহিত।
-ডঃ তাহা জাবির আল আলওয়ানী
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন