খিলাফতকে ধ্বংস করে

লিখেছেন লিখেছেন এশিয়ান স্প্রিং ০১ জুন, ২০১৫, ০৪:১৬:৫৪ বিকাল

মদিনায় যেবার দুর্ভিক্ষ হয়েছিল খলিফা ওমরের (রা) সময়, ওনার সিরিয়ার ওয়ালি (গভর্নর) আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রা) চিঠি লিখেছিলেন, “আমি আপনার জন্য উটের এমন এক বহর পাঠাচ্ছি যেটার একাংশ যখন সিরিয়ায় থাকবে আরেকাংশ তখন ঢুকবে মদিনায়”। ওমরের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটে সরেজমিনে কাজ করতে চলে এসেছিলেন আবু উবাইদাহ। এক বর্ণনা মতে প্রতি রাতে ১ লক্ষ মানুষ খেতে বসত মদিনার খলিফার আয়োজনে। মদিনার প্রয়োজন ফুঁড়ানোর পর সিরিয়া, ফিলিস্তিন এবং ইরাকের পথে ওমর খাদ্য পাঠিয়ে দিয়েছিলেন যাতে করে মরুভুমির মানুষগুলোরও জান বাঁচানো যায়।

এই যদি হয় উট এবং ঘোড়ার সময়কার অর্জন, তাহলে বর্তমান উড়োজাহাজ এবং ইন্টারনেটের যুগে আরও অনেক কিছুই সম্ভব।

কিন্তু বর্তমানে এক প্রান্তের মুসলিমদের দ্বারা আরেক প্রান্তের উপকারের চিন্তাকে অসম্ভব করানো হয়েছে “জাতি রাষ্ট্র” (nation-state) মডেল দ্বারা। কেন পশ্চিমা সাম্রাজ্যবাদ এই মডেল আমাদের ওপর চাপিয়ে দিয়ে খিলাফতকে ধ্বংস করে ৫০ এর অধিক জাতি রাষ্ট্র তৈরি করল তা নীচের খুবই সংক্ষিপ্ত কিছু ফ্যাক্টস থেকে বুঝা যায়ঃ বিশ্বের মোট পেট্রোলিয়ামের ৬০% মুসলিমদের কাছে, সাথে রয়েছে ৪৯% বোরন, ফসফেট ৫০%, স্ট্রনটিয়াম ২৭%, টিন ২২%। ভু রাজনীতিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলকে বলা হয় “চোক পয়েন্ট” (choke points) অর্থাৎ এই পয়েন্টগুলোর ওপর থেকে নিয়ন্ত্রণ হারালে বিশ্ব মোড়লের পদও হারাতে হবে। অন্যতম পয়েন্টগুলো হল জিব্রাল্টার প্রণালী, সুয়েজ ক্যানাল, দারদানেলা প্রণালী, বসফরাস প্রণালী, হর্ন অফ আফ্রিকা এবং হরমুজ প্রণালী যা মুসলিমদের হাতেই রয়েছে এবং পুরো বিশ্ব অর্থনীতি নির্ভরশীল মুসলিম উম্মাহর ওপর।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File