রহিঙ্গা- একটি ভয়ংকর বর্বর জনগোষ্ঠি।
লিখেছেন লিখেছেন নীলাঞ্জনা ২২ মে, ২০১৫, ০৯:০০:১৪ সকাল
৫ই মে, শাপলা চত্তরে 'আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে হেফাজতিরা যে ভাবে তান্ডব চালিয়ে ছিল তা নিশ্চয় সবার মনে আছে। মাত্র ১২ ঘন্টার ব্যাবধানে মতিঝিলে পোড়ামাটি ছাড়া অবশিষ্ট কিছু ছিল না। রহিঙ্গারা সেই একই কান্ড ঘটিয়ে মায়ানমারের শুনশান শান্ত মংডো শহরকে ঘুড়িয়ে দিয়েছে। উপরের ভিডিওটি প্লিজ মনযোগ দিয়ে দেখুন।
উল্লেখযোগ্য, রহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট জাল করে মধ্যপ্রাচ্যে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষন, মাদক এমন হেন কাজ করে নি যা প্রবাসী বাংলাদেশি'দের মান মর্যাদা ধুলায় মিলিয়ে দিয়েছে।
বিষয়: বিবিধ
১৫৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এই ভিডিওতে অনেক কিছুই দেখলাম যেগুলো আমিও ইচ্ছে করলে বানাতে পারি।
কেবলমাত্র বাংলাদেশের সাতক্ষীরার প্রতিটি বিএনপি জামায়াতের পরিবারের লোকজন দিয়ে এর চাইতে বেশি নির্মম আওয়ামী নির্যাতনের হাজারটা ভিডিও বানানো যাবে। আর এখানেও ভিলেন হিসেবে নামধারী মুসলিমরাই।
সো... রোহিঙ্গারা যে এসব একেবারেই করেনাই আমি বলবোনা। অবশ্যই করেছে। তবে এখানে বাড়িয়ে বলা হয়েছে। তবে বুদ্ধদের নির্যাতনের তুলনায় এটা গনায়ই পড়েনা। আর রোহিঙ্গাদের রাখাইন নারী ধর্ষন থেকেই যে সংকটের সূত্রপাত বলছেন এটাও মিথ্যা। আরো অনেক আগ থেকেই রোহিঙ্গা নির্মুল অভিযান চলছে। এমনকি সেদেশের সরকার তাদেরকে রোহিঙ্গা বলতেও নারাজ। তারা তাদেরকে বাঙালি বলে সম্বোধন করে। যাতে পুশইন করতে সুবিধা হয়। অথচ সাতশ বছর ধরে তারা এখানে বসবাস করছে।
মন্তব্য করতে লগইন করুন