রহিঙ্গা- একটি ভয়ংকর বর্বর জনগোষ্ঠি।

লিখেছেন লিখেছেন নীলাঞ্জনা ২২ মে, ২০১৫, ০৯:০০:১৪ সকাল




৫ই মে, শাপলা চত্তরে 'আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে হেফাজতিরা যে ভাবে তান্ডব চালিয়ে ছিল তা নিশ্চয় সবার মনে আছে। মাত্র ১২ ঘন্টার ব্যাবধানে মতিঝিলে পোড়ামাটি ছাড়া অবশিষ্ট কিছু ছিল না। রহিঙ্গারা সেই একই কান্ড ঘটিয়ে মায়ানমারের শুনশান শান্ত মংডো শহরকে ঘুড়িয়ে দিয়েছে। উপরের ভিডিওটি প্লিজ মনযোগ দিয়ে দেখুন।

উল্লেখযোগ্য, রহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট জাল করে মধ্যপ্রাচ্যে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষন, মাদক এমন হেন কাজ করে নি যা প্রবাসী বাংলাদেশি'দের মান মর্যাদা ধুলায় মিলিয়ে দিয়েছে।

বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321763
২২ মে ২০১৫ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : পল্টনের মোড় থেকে কাকরাইলের মোড় পর্যন্ত গাছ কেটে সাফ করে ফেলেছিল । এই দুইমোড়েই দিনে রাতে সবসময় পুলিশ থাকে , হরতাল/অবরোধ থাকুক বা না থাকুক । গাছ যখন কাটছিল তখন দুইপ্রান্তে থাকা পুলিশ কি করছিলো ?
২২ মে ২০১৫ সকাল ১০:০৩
262836
নীলাঞ্জনা লিখেছেন : পুলিশ তখন কি করেছিল তা দেশের ২৪টি বেসরকারি টেলিভিশন মিডিয়ার পর্দায় সবাই লাইভ দেখেছে।
321809
২২ মে ২০১৫ দুপুর ০১:৩৭
চোথাবাজ লিখেছেন : মাইনাস
322022
২৩ মে ২০১৫ দুপুর ০২:৫৮
ফুটন্ত গোলাপ লিখেছেন : অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা হয়তো নয় । কিছুটা সত্য হতে পারে । তবে এমনটি করার শক্তি সাম্ররথ আছে কি না তা নিয়ে থাকছে যথেস্ট প্রশ্ন । কিন্তু সেজন্য কি তাদেরকে আমাদের চোখের সামনে এভাবে মেরে ফেলা হবে??
322170
২৪ মে ২০১৫ দুপুর ১২:৪৮
ইয়াফি লিখেছেন : আরাকানের বৌদ্ধরা বর্তমান পৃথিবীর সবচেয়ে বর্বর হিংসুটে প্রাণী! তারা নিজেরা গায়ে পড়ে অজুহাত সৃষ্টি করে পরিকল্পিতভাবে তাদের প্রতিবেশীদের খতম করতে চাই।
২৫ মে ২০১৫ রাত ০৩:২৭
263426
নীলাঞ্জনা লিখেছেন : ইরাক-সিরিয়া চলে যান। আরামে থাকবেন।
322348
২৫ মে ২০১৫ সকাল ১১:০৬
আহমেদ ফিরোজ লিখেছেন : এই ম্যসাকার কত সালের একটু বলবেন? ১৯৪২ সালের কিনা?
২৫ মে ২০১৫ সকাল ১১:১৩
263458
নীলাঞ্জনা লিখেছেন : কোন ম্যাসাকার??
২৫ মে ২০১৫ সকাল ১১:২৪
263462
আহমেদ ফিরোজ লিখেছেন : ভিডিওতে ঐ মহিলা যা বর্ননা করলেন... রোহিঙ্গা মুসলমানদের মংডু ধ্বংসের ম্যাসাকার
২৫ মে ২০১৫ সকাল ১১:৩১
263463
নীলাঞ্জনা লিখেছেন : ২০১২ সালের। রহিঙ্গা মুসলিমরা অনেক রাখাইন নারীদের ধর্ষন করে। সংকটের সূত্রপাত এখান থেকেই।
২৫ মে ২০১৫ সকাল ১১:৪৬
263467
আহমেদ ফিরোজ লিখেছেন : ও আচ্ছা। কিন্তু ভিডিওতে এক যায়গায় ১৯৪২ সালের ম্যাসাকার লেখা দেখলাম। ঐটা কোন ম্যাসাকার কি জানি?
আর এই ভিডিওতে অনেক কিছুই দেখলাম যেগুলো আমিও ইচ্ছে করলে বানাতে পারি।
কেবলমাত্র বাংলাদেশের সাতক্ষীরার প্রতিটি বিএনপি জামায়াতের পরিবারের লোকজন দিয়ে এর চাইতে বেশি নির্মম আওয়ামী নির্যাতনের হাজারটা ভিডিও বানানো যাবে। আর এখানেও ভিলেন হিসেবে নামধারী মুসলিমরাই।
সো... রোহিঙ্গারা যে এসব একেবারেই করেনাই আমি বলবোনা। অবশ্যই করেছে। তবে এখানে বাড়িয়ে বলা হয়েছে। তবে বুদ্ধদের নির্যাতনের তুলনায় এটা গনায়ই পড়েনা। আর রোহিঙ্গাদের রাখাইন নারী ধর্ষন থেকেই যে সংকটের সূত্রপাত বলছেন এটাও মিথ্যা। আরো অনেক আগ থেকেই রোহিঙ্গা নির্মুল অভিযান চলছে। এমনকি সেদেশের সরকার তাদেরকে রোহিঙ্গা বলতেও নারাজ। তারা তাদেরকে বাঙালি বলে সম্বোধন করে। যাতে পুশইন করতে সুবিধা হয়। অথচ সাতশ বছর ধরে তারা এখানে বসবাস করছে।
২৫ মে ২০১৫ দুপুর ১২:০১
263475
নীলাঞ্জনা লিখেছেন : এখন আপনি যেটাকে মিথ্যা বলেন, ওরা সেটিকে সত্য বলে। তো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File