আমাদের সমাজ ঐশী তৈরির কারখানা

লিখেছেন লিখেছেন ফয়সাল শেখ ১৬ নভেম্বর, ২০১৫, ০২:৩৬:১২ দুপুর

একজন ঐশির ফাসি। সমাজে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানান মত। একবার ভাবুন ত...

কতটা বিদ্বেষ থাকলে আপনি আপনার বাবা-মা কে হত্যা করতে পারবেন।

একটা গল্প বলব , আমার বন্ধুর গল্প, আমরা প্রায় ৩বছর একই রুমে ছিলাম। আমার কাছে প্রায়শই বলত তার দুঃখের কথা। ওর বাবা পুলিশের একজন বড় কর্মকর্তা। ছোটবেলা থেকেই বাবা মা এর ঝগড়া , বাবার হাতে মায়ের মার খাওয়া দেখতে দেখতে কেমন যেন হয়ে গেছে। কথা কম বলে , কারও সাথেই তেমন একটা মিশে না । পড়াশোনা, খেলাধুলা কোন কিছুতেই তার আগ্রহ নাই। আস্তে আস্তে জানতে পারলাম তার সব কথা। বাড়িতে নাকি তার বাবা সবাই কে তুই তুকারি করত, থানার আসামি ভাবত সবাই কে। বন্ধুটি বাবার আদর পায়নি কখনও । পেয়েছে শুধু অবহেলা আর অবহেলা । আমি দেখেছি তার চোখে বাবার প্রতি চরম ঘৃনা । যা না দেখলে হয়ত বিশ্বাস করা যাবে না ।

হয়ত ওর সাথে পরিচয় না থাকলে আমিও ঐশীকে অন্ধ ভাবে অপরাধী বলে মতামত দিতাম। কিন্তু বাস্তব জিবনে এমন একটা ঘটনাকে এত গভির ভাবে জানার পর কিভাবে বলব যে সমস্ত অপরাধ ঐশীর।।

আমার মতে ঐশী সমাজের সৃষ্টি । ঐশীরা সমাজিক অপকর্মের ফসল । আগে সমাজ টাকে বদলাতে হবে.......

তা না হলে আমরা এর দায় এরাতে পারব কী???

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349940
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক পুলিশ অফিসার মেয়েকে মাসে এক লক্ষ টাকা দেওয়ার মত আয় করে কোথা থেকে এটাই তো আগে তদন্ত করা উচিত ছিল। এই পুলিশ ই ঐশি সৃষ্টি করেছে। আরো করবে।
349952
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার মতে ঐশী সমাজের সৃষ্টি । ঐশীরা সমাজিক অপকর্মের ফসল । আগে সমাজ টাকে বদলাতে হবে..
অনেক ধন্যবাদ
349966
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : সমাজের আগে পরিবার৷ যদি পরিবারে সতত,শ্রদ্ধা, স্নেহ,ভালবাসা ও সুশিক্ষা থাকে তবে অব্যই সমাজ ভাল হবে৷ একজন চোর ঘুসখোরের পরিবার ঐশীই বানাবে৷ধন্যবাদ৷
349999
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৩:২০
ফয়সাল শেখ লিখেছেন : আপনার সাথে একমত .... #রিদওয়ান কবির
350000
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৩:২১
ফয়সাল শেখ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও #মিনহাজুল
350001
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৩:২২
ফয়সাল শেখ লিখেছেন : যথার্থ বলেছেন ভাই #শেখের পোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File