প্যারিস হামলা ও কিছু নীতিকথা

লিখেছেন লিখেছেন ফয়সাল শেখ ১৫ নভেম্বর, ২০১৫, ০১:০৫:০৮ রাত

ফ্রান্সে বোমা হামলা ইস্যুতে ফ্রান্সকে

নিয়ে কাঁদবো না সিরিয়া নিয়ে কাঁদবো

সেই বিতর্কে যাবো না । ফ্রান্সে তো

একদিন হামলা হইসে, সিরিয়ায় তো সেই

কবে থেকে শুরু হইসে ব্লা ব্লা ব্লা দেখতে

দেখতে দুই চোখ এক প্রকার ক্লান্ত আমার ।

এটা নিয়া তো বলতে গেলে ৩য় বিশ্বযুদ্ধ

(অনলাইন ভার্সন) শুরু হয়ে গেছে সেই সকাল

থেকে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রঙ্গ

তামাশা দেখতেসি গত কয়েক ঘন্টা ধরে ।

ফ্রান্সের পতাকা অনেকের প্রোফাইল

পিকে উড়ছে । এই পতাকার মর্ম আমরা

এখনও ধরিতে পারিলাম না !! আহারে

আফসোস !!

ফ্রান্সে বছরে বোমা হামলায় যেই

পরিমানে মানুষ মারা যায়, আমাদের

দেশে রোড অ্যাক্সিডেন্টে বছরে তার

থেকে বেশী পরিমানে মানুষ মারা যায় ।

ওই হিসাবে তো তাইলে আমাদের উচিত

দেশের পতাকা ২৪টা ঘন্টা পড়ে থাকা ।

পারলে রাতের ঘুমানোর টাইমেও ওইটা

গায়ে জড়িয়ে ঘুমানো উচিত।

কিন্তু নাহ, জুকারবার্গে কইলো পতাকা

ঝুলাও, দিলাম ঝুলাইয়া । কেন ঝুলাইলাম??

cz we support France !!

বাহরে, এইখানে সাপোর্ট করার কি আছে??

যারা প্রোফাইল পিকে পতাকা ঝুলাইসে,

তাদের ৮০% একবারের জন্য মনে মনে এ

কথাটা বলসে নাকি যে "আল্লাহ, আমাদের

সবাইকে মাফ করো, ফ্রান্সকে রক্ষা করো,

সবাইকে রক্ষা করো, "সবাইকে নিরাপত্তা

দান করো" । আমি শিউর অনেক বিরাট

একটা অংশই কোনো দোয়ার ধারে কাছে

যায় নাই । "এতো মানুষ মারা গেছে !!" "কি

শুরু করলো আইএস" এই ২টা কথার বাইরে অন্য

কোনো কথা এই বিশাল জনগোষ্ঠী মনে

মনে বলসে?????

বোমা হামলায় কয়জন মারা গেছে এইটাই

অনেকে জানে না। নিহতের হিসাব তো

বাদ দিলাম, বোমা হামলাটা ফ্রান্সের

কোথায় হইসে এইটাও অনেকে বলতে পারবে

না। আমরা দোয়া করতে পারি তাদের জন্য।

তাদের শান্তি কামনা করতে পারি । বাট

তাদের পতাকার ছবি !! নাহ, মানায় না

অবশ্য তাদের পতাকার কথা কি বলবো,

আমরা তো নিজেদের পতাকারই কোনো

সম্মান দিতে জানি না। এইতো সামনের

মাসেই এর প্রমান দেখা যাবে। ১৬ই

ডিসেম্বরে যেই পতাকা শোভা পাবে,

হাতে- মাথায়, ১৭ই ডিসেম্বর সেই পতাকাই

চলে যাবে পায়ের তলে "কাগজের টুকরা"

নাম নিয়ে.......

বিষয়: আন্তর্জাতিক

১৬৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349760
১৫ নভেম্বর ২০১৫ রাত ০১:২৬
অপি বাইদান লিখেছেন : পতাকা উড়বে ক্যামনে? আল্লা নিজেই যখন নিজের ঘরে নিজের মুমিনকে পদতলে পিশে মারেন।
349771
১৫ নভেম্বর ২০১৫ সকাল ০৫:২৫
কাহাফ লিখেছেন : ভন্ডামী এই সব!
সুন্দর যুক্তিময় উপস্হাপনা এই সব ভন্ডামী দূরীভূত করুক.....
349781
১৫ নভেম্বর ২০১৫ সকাল ১০:২৭
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
349789
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
ফয়সাল শেখ লিখেছেন : মন্দির, গির্জা, প্যাগোডা তেও এরু দুর্ঘটনা আমরা অনেক দেখেছি.... তখন কই ছিলেন? ইসলাম নিয়ে এত এলার্জি কেন? #বাইদান
349861
১৫ নভেম্বর ২০১৫ রাত ১০:০০
হতভাগা লিখেছেন : আনসারুল্লাহর থ্রেট খেয়ে যেন ফ্রান্সে আশ্রয় চাইতে পারে সে জন্য আগে থেকেই এই প্রস্তুতি
349925
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৪
ফয়সাল শেখ লিখেছেন : হা হা হা ভাল বলেছেন... #হতভাগা ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File