ব্লগার হত্যার ভূত ও ভবিষ্যত

লিখেছেন লিখেছেন ফয়সাল শেখ ০৩ নভেম্বর, ২০১৫, ০৪:৫০:০৬ বিকাল

ব্লগার শব্দটা আমাদের সমাজে এক ধরনের ট্যাবু আকার ধারন করেছে। কাওকে যদি বলি আমি একজন ব্লগার , কেমন যেন একটা নজরে তাকায়। সমাজে বদ্ধমুল ধারনা জন্মেছে যে ব্লগার মানেই হল ধর্ম বিদ্বেষী, নাস্তিক ও ইসলাম বিদ্বেষী। এর পিছনে যথার্থ কারনও রয়েছে। মুক্ত মন বা মুক্ত চিন্তা মানে এই নয় যে ধর্মকে আঘাত করতে হবে। আমাদের এই দিকটা খেয়াল রাখা প্রয়োজন।

সব ধরনের হত্যাকান্ডই নিন্দনীয়। বিশেষ করে বর্তমানে ব্লগার দের যেভাবে হত্যা করা হচ্ছে। আমরা প্রতিটি হত্যার ধরন দেখেছি একই ধরনের। ঘোষনা দিয়ে নৃশংস ভাবে ধারালো অস্র দিয়ে কুপিয় যেভাবে তাদের হত্যা করা হয় তা আসলেই বর্বর। সরকার এই সকল হত্যাকান্ডের বিচার করতে যেমন ব্যার্থ হচ্ছে ব্যার্থ হচ্ছে তাদের সনাক্ত করতেও। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে হত্যাকারীদের সাথে সরকারি দলের কোন গোপন সম্পর্ক নাইত?? তবে যাই হোক এখন ব্লগার রা তাদের জিবন নিয়ে সন্দিহান। সরকার ও পুলিশের উচিৎ নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা।

বিষয়: রাজনীতি

৯১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348357
০৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৭
হতভাগা লিখেছেন : কোন ঘটনা ঘটলেই কেষ্ট বেটাকে দোষ দেওয়া হয় । ফলে প্রকৃত অপরাধীরা এতে উৎসাহ পেয়ে তাদের কাজ চালিয়ে যেতে থাকে ।
348370
০৩ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৩
ফয়সাল শেখ লিখেছেন : আপনার সাথে একমত...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File