কাক্কুরা-কাক্কিরা আমি কিন্তু চুপ But,আপনারা চুপ থাইকেন না কিছু বলেন!!!

লিখেছেন লিখেছেন এম-এম-রহমান ২৮ মে, ২০১৫, ১১:৪৬:১১ রাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা

টয়লেটে গার্লফেন্ডসহ আপত্তিকর অবস্থায়

ছাত্রলীগ কর্মী আটকের পর হল প্রক্টর

বলেছেন-

"গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য

ছাত্রলীগ নেতা বাথরুমে যেতেই পারে, এটা

দোষের কিছুনা"

অত:পর এ ঘটনার আইজিপি ভার্সন-: টয়লেট

দর্শন করতে যাওয়া তো দুষ্টামীর পর্যায়ে

পড়েনা।

সুরঞ্জীত বাবু-:একটি গণতান্ত্রিক দেশে

সাংবিধানীক ভাবে যে কেউ টয়লেটে

যেতেই পারে। টয়লেটে যাওয়া একটি

গণতান্ত্রিক অধিকার, এ নিয়ে রাজনীতি

করবেন না।

টাকলা নাহিদ-:এ ধরনের কাজ ঠেকাতে হলে

সব ভার্সিটির টয়লেটগুলো বন্ধ করে দিতে

হবে।

শাহ্জাহান-: ঐ ছেলে যদি ছাত্রলীগের কেউ

হতো, তাহলে তার সাথে একাধিক মেয়ে

পাওয়া যেত So, এটা ষড়যন্ত্র ছাড়া কিছুনা।

মখা আলমগীর -:ঐ মেয়েটি টয়লেটে থাকা

অবস্থায় সেই বিল্ডিং এর পিলার ধরে

কতিপয় জামাত-শিবিরের লোকজন নাড়া

চাড়া করে এর ফলে ভবন ধ্বসের আশংকা

থাকায় ছেলেটি মেয়েটিকে বাঁচাতে ঐ

টয়লেটে গিয়েছিল।

স্যার-: বিজ্ঞান বলে, বিপরীত লিঙ্গের

আকর্ষনে মানুষ যে কোন জায়গায় যেতেই

পারে, হোকনা সেটা মহিলা টয়লেট তরুনদের

যেতেদিন... ।

তসলিমা নাসরিন-: ছেলেরা মেয়েদের

টয়লেটে গেলে মেয়েরা কেন বসে থাকবে?

মেয়েরাও ছেলেদের টয়লেটে যাবে।

কামরুল ইসলামঃ টয়লেটে বদনা ছিলোনা,

টয়লেট দরদী ছাত্রলীগ নেতা মেয়েটাকে

বদনা নিয়ে সাহায্য করতেই গেছে।

ওবায়দুল কাদের-: "আসলে ব্যাপারটা খুব

চিন্তার !!আমরা ভাবছি টয়লেট গুলো

ডিজিটাল করে গোপন ক্যামেরা বসানো

যায় কিনা। যেন এ রকম কিছু ঘটলেই ধরা

পড়ে। তবে হ্যাঁ, পদ্মাসেতু হবেই হবে ।আর

সেতুর উপর কিন্তু নিরাপদ টয়লেট থাকবে এটা

আমার ব্যক্তিগত পরিকল্পনা যাতে ভবিষ্যতে

ছেলে মেয়েরা এক সাথে টয়লেটে যেতে

পারে।।

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323156
২৯ মে ২০১৫ রাত ১২:১৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : কি বলবো বুজতে পারতেছিনা ।
323170
২৯ মে ২০১৫ রাত ১২:৪১
এ,এস,ওসমান লিখেছেন : At Wits' End At Wits' End

বিরোধী দলঃ টয়লেট নিয়ে মশকরা!!!! আগামীকাল হরতাল Happy) Happy)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File