"ইসলাম তা-ই চায় যা মানুষ চায়"
লিখেছেন লিখেছেন মহিউদ্দিন মাহী ০১ জুলাই, ২০১৫, ০১:৩৪:৪১ রাত
একজন মানুষ হিসেবে-
# আপনি সর্বদা নিজের জীবনের নিরাপত্তা চান,ইসলামও চায় যে আপনি কারো জীবনের নিরাপত্তা নষ্ট না করেন।
# আপনি চান না যে কেউ আপনার মা,মেয়ে অথবা বোনকে ধর্ষণ করুক;ইসলামও চায় না যে আপনার দ্বারা কারো মা,মেয়ে অথবা বোন ধর্ষিত হোক।
# আপনি চান না যে কেমিক্যাল মিশ্রিত খাদ্য গ্রহণ করে আপনি আক্রান্ত হন মারাত্মক কোনো ব্যাধিতে,ইসলামও চায় না যে আপনি কারো খাদ্যে কেমিক্যাল মিশ্রিত করেন।
# আপনি চান না যে কেউ আপনার মূল্যবান সম্পদ লুণ্ঠন করুক,ইসলামও চায় না যে আপনার দ্বারা কারো সম্পদ লুণ্ঠিত হোক।
# আপনি চান না যে সীমানা অতিক্রম করে কেউ আপনার জমি দখল করুক,ইসলামও চায় না যে অবৈধভাবে আপনি কারো জমি দখল করেন।
#আপনি চান না যে কেউ আপনার মানসম্মানে আঘাত হানুক,ইসলামও চায় না যে আপনার দ্বারা কেউ অপমানিত হোক।
# আপনি চান না যে কেউ আপনার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করুক,ইসলামও আপনাকে কারো ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার দেয়নি।
#আপনি কখনোই সেই লোকটিকে পছন্দ করেন না যে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে বেড়ায়,ইসলামও সর্বদা এ ধরণের লোকদের ঘৃণার চোখে দেখে।
এর পরেও কি কেউ ইসলামকে
মানব স্বভাববিরুদ্ধ বলবে ?
বলবে যে ইসলাম মানুষকে তার
মৌলিক অধিকার দেয়নি?
বাস্তবতা হচ্ছে আমরা ইসলামের মাধ্যমে সকল সুবিধা ভোগ করতে চাই,কিন্তু নিজের জীবনে(কষ্টকর বলে) এর বাস্তবায়ন ঘটাতে চাই না।
মূলত ইসলামের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতসহ অন্যান্য বিষয়ে আমাদের জ্ঞানের পরিসর খুবই নগণ্য, যে কারণে আমরা নিজেরাই জানি না যে আসলে আমরা কী চাই? আর এটাও জানি না যে তা কিভাবে পাওয়া সম্ভব?
প্রকৃতপক্ষে ইসলাম তা-ই চায় যা মানুষ চায়।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ মানুষ চায় শুধু জুম্মার নামাজ পড়বে মাসজিদে গিয়ে - ইসলাম কি সেটা চায় ?
০ মানুষ চায় যে চাঁদ রাতের সময় মৌজমাস্তি করবে - ইসলাম কি সেটা চায় ?
০ মানুষ চায় ঘুষ দিয়ে কাজ হাসিল করতে - ইসলাম কি সেটা চায় ?
০ মানুষ চায় সমকামিতা - ইসলাম কি সেটা চায় ?
০ মানুষ চায় যে সে সিনেমার জগতে নায়ক নায়িকাদের মত হতে - ইসলাম কি সেটা চায় ?
০ মানুষ চায় দুনিয়াতে তার অঢেল সম্পদ হোক - ইসলাম কি সেটা বলে ?
মানুষকে ইসলামের মতে চলতে হবে , না কি ইসলামকে মানুষের মতে চলতে হবে ?
%মানুষ নামাজকে কষ্টকর মনে করে বলে শুধু জুম্মার নামাজ মসজিদে পড়তে চায়,কিন্তু ইসলাম এই নামাজের মাধ্যমে মানুষের অন্তরকে প্রশান্ত করতে চায়।
%মানুষ চাঁদরাতে মাস্তি করার মাধ্যমে আনন্দ উপভোগ করতে চায়,ইসলামও মানুষের আনন্দ উদযাপনের পূর্ণ নিরাপত্তা দিতে চায়।
%মানুষ তার মেধা ও যোগ্যতাবলে কাজ পায় না বলে ঘুষ দিয়ে কাজ হাসিল করতে চায়,ইসলাম মানুষের মেধা ও যোগ্যতার পূর্ণ মূল্যায়ণ দিতে সদা প্রস্তুত।
%মানুষ বৈধ পন্থায় তার জৈবিক চাহিদা পূরণকে কঠিন মনে করে বলেই সমকামিতার ন্যায় পন্থা বেছে নিচ্ছে,কিন্তু ইসলাম বৈধ পন্থায় মানুষের জৈবিক চাহিদা পূরণকে সহজ করেছে।
%মানুষ সিনেমার নায়ক-নয়িকাদের মতো হতে চায় কারণ প্রত্যেকটা সিনেমাতেই নায়ক-নয়িকা সত্য ও ন্যায়ের পন্থানুসরণ করে বলে সবাই তাদের সমর্থন করে,ইসলামও অন্যায়ের বিরোধিতার মাধ্যমে সমাজে 'হিরো' হওয়ার সকল পথ প্রশস্থ করে রেখেছে।
%মানুষ অঢেল সম্পদের মাধ্যমে সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে চায়,ইসলামও মানুষের ইহকালীন ও পরকালীন সুখ-শান্তি নিশ্চিত করতে চায়।
%অবশ্যই মানুষকে ইসলামের মতে চলতে হবে,কেননা ইসলাম তো মানুষেরই কল্যাণ চায়।
আগেই বলেছি মানুষ আসলেই জানেনা যে সে কী চায়?
মন্তব্য করতে লগইন করুন