নারীবাদীদের জন্য একখানা হাদীস

লিখেছেন লিখেছেন এ্যান্টি ব্লগার ২৩ এপ্রিল, ২০১৫, ০৯:৪২:৩১ রাত

হযরত আবু হুরাইরা রাদ্বিআল্লাহু তা'য়ালা আনহু হতে বর্ণিত ।তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা নারীদের সঙ্গে সু-আচরণ করো ।কারণ , নারী জাতিকে পাঁজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে ।পাঁজরের হাড় সমূহের মধ্যে উপরের হাড়টা সর্বাপেক্ষা বাঁকা ।যদি তুমি তাকে সোজা করতে যাও, তবে ভেঙ্গে যাবে ।আর যদি ফেলে রাখো তবে সে বাঁকাই থাকবে ।সুতরাং নারীদের সঙ্গে সু-আচরণ করো ।(রিয়াদুস সালিহীনঃহাদীস নং২৭৩ । বুখারীঃ৩৩৩১,৫১৮৪,৫১৮৬,৬০১৮,৬১৩৬,৬১৩৮,৬৪৭৫ মুসলিমঃ৪৭,১৪৬৮ তিরমিযীঃ১১৮৮)

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File