আগে দেশপ্রেমিক হও
লিখেছেন লিখেছেন এ্যান্টি ব্লগার ১৪ এপ্রিল, ২০১৫, ০৪:৪০:৩৮ বিকাল
পহেলা বৈশাখ ! বাংলা নববর্ষ আজ ।যদিও এর কার্যত কোনো ভিত্তি নেই ।তবুও আমাদের দেশীয় কিছু ডিজিটাল ছেলে মেয়ে এগুলো পালন করে থাকে নিয়মিত ভাবে ! আজ পান্তা ইলিশ না গেলে যেন বাংলাদেশী বলে কেউ মানবে না ।তাই তো এত রং ঢং করে সং সাজা ।যত অশ্লীলতার ছড়াছড়ি ।আজ এমন একটা দিন যেটা সর্ব প্রথম চালু করেছিল আরেক ডিজিটাল সম্রাট মিস্টার আকবর ! যার হিন্দু প্রীতির কোনো তুলনা ই ছিল না ।মুসলিম জনতার মাঝে প্রচার করেছিল নিজের তৈরিকৃত মতবাদ "দ্বীনে ইলাহী " ।হ্যাঁ আমরা আজ ঐ সম্রাট আকবরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করব যে আমাদের মধ্যে ইসলাম বিরোধী কুপ্রথা চালু করার জন্য ।আর সম্রাট আকবরকে মোগল সম্রাটের শিরোমণি বলতেও দ্বিধা করব না ।বছরে এক দিন যদি এই নববর্ষ পালন না করি তবে নির্ঘাৎ স্বদেশ প্রেমে উদ্বুদ্ধা প্রেমিকা আমাদেরকে দেশদ্রোহী বলে ফাঁসী কাষ্ঠে ঝুঁলাবে না যে তার কি কোনো নিশ্চয়তা আছে ?তাই গ্রামে মা বাবা না খেয়ে দিন জীবনযাপন করলেও আমাদের ধার করে হলেও আজ পান্তা ইলিশ খেতেই হবে ।পরিশেষে ডিজিটাল আবালদের বলি আগে প্রকৃত দেশপ্রেমিক হও তার পর ভেবে দেখো এই সব কুপ্রথা পালনের ভেতর কোনো দেশপ্রেম আছে কিনা ?(ব্লগ সংখ্যা ০১)
বিষয়: বিবিধ
৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন