বংগদেশে সানি লিয়নরা সমাদৃত কিন্তু ড. বিলাল ফিলিপ্স - ডা: জাকির নায়েকরা উপেক্ষিত
লিখেছেন লিখেছেন এনামুল ২০ আগস্ট, ২০১৫, ১০:৫২:৩৫ সকাল
সানি লিয়ন বাংলাদেশে আসবেন। টিকেট মুল্য সর্বনিম্ন ১৫ হাজার টাকা মাত্র!! মিডিয়াকর্মীদের আপডেট রিপোর্ট তৈরিতে রাতের ঘুম হারাম। অবশ্য তিনি আসতেই পারেন। মুক্তমনা দেশে ধর্মনিরপেক্ষ সরকারের এতে আপত্তির কিছু থাকতে পারে না!!
তবে ৯০% মুসলিম সং্খ্যাগরিষ্ঠ্য এই দেশে প্রখ্যাত নওমুসলিম ড. বিলাল ফিলিপ্স আসলে তাকে বক্তব্য দিতে না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে সরকার এদেশ থেকে তাড়িয়ে দেয়!!
পীর-আউলিয়া, মাজার ব্যাবসায়ীর এই দেশে মাজার ব্যাবসায়ীদের যম, ডা: জাকির নায়েক আসতে চাইলে তাকে ভিসা দেয়া হয় না!!
ড. বিলাল ফিলিপ্স - ডা: জাকির নায়েক না আসতে পারুক, সানি লিয়ন তো বাংলাদেশে আসতেছে!! এই বা কম কিসে!!??
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুম তার আগমনের খবরে বঙ্গদ্যাশের এক শ্রেণীর মানুষ গর্বে গর্ভবতী হয়া যাইতাসে।
বাংলাদেশের মানুষ এমনিতেই নামাজ কালাম খুব একটা পড়ে না , মাসজিদে বড় জোর জুম্মার দিন আর ঈদের দিন যায় ।
যারা নামাজের জন্য মাসজিদেই যায় না তারা কি ইসলামী ওয়াজ শোনার জন্য যাবে ?
অন্যদিকে , কোন কনসার্ট হলে বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ে । তারা গান বাজনার এতটাই ভক্ত যে কানে হেড ফোন লাগিয়ে শুনে , রাস্তা পার হয় ।
সরকারের প্রশাসন এটা ভালভাবেই জানে । তাই যেটাতে তাদের হিউজ টাকা লাভ হবে তারা সেটারই অনুমতি দেবে ।
এর সাথে জড়িত কিছু মুসলিম গোষ্ঠীও
তারাও এসব লোকদের না আসতে দেওয়ার পিছনে আরেকটি অন্যতম কারণ
সমাজে প্রচলিত ইসলামিক ধ্যানধারণার সাথে তাদের মিল নেই তাই আমাদের দেশের মৌলবি সম্প্রদায় ও চায় না যে তাহারা আসুক
কারণ আসলে তাদের পাল্লা হালকা হয়ে যাবে
কিন্তু তারা বুঝেনা যে সত্যের পাল্লা সারাজীবনই ভারী থাকবে
মন্তব্য করতে লগইন করুন