বংগদেশে সানি লিয়নরা সমাদৃত কিন্তু ড. বিলাল ফিলিপ্স - ডা: জাকির নায়েকরা উপেক্ষিত

লিখেছেন লিখেছেন এনামুল ২০ আগস্ট, ২০১৫, ১০:৫২:৩৫ সকাল

সানি লিয়ন বাংলাদেশে আসবেন। টিকেট মুল্য সর্বনিম্ন ১৫ হাজার টাকা মাত্র!! মিডিয়াকর্মীদের আপডেট রিপোর্ট তৈরিতে রাতের ঘুম হারাম। অবশ্য তিনি আসতেই পারেন। মুক্তমনা দেশে ধর্মনিরপেক্ষ সরকারের এতে আপত্তির কিছু থাকতে পারে না!!

তবে ৯০% মুসলিম সং্খ্যাগরিষ্ঠ্য এই দেশে প্রখ্যাত নওমুসলিম ড. বিলাল ফিলিপ্স আসলে তাকে বক্তব্য দিতে না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে সরকার এদেশ থেকে তাড়িয়ে দেয়!!

পীর-আউলিয়া, মাজার ব্যাবসায়ীর এই দেশে মাজার ব্যাবসায়ীদের যম, ডা: জাকির নায়েক আসতে চাইলে তাকে ভিসা দেয়া হয় না!!

ড. বিলাল ফিলিপ্স - ডা: জাকির নায়েক না আসতে পারুক, সানি লিয়ন তো বাংলাদেশে আসতেছে!! এই বা কম কিসে!!??

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337073
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:০৮
নাবিক লিখেছেন : "ড.বিলাল ফিলিপ্স - ডা: জাকির নায়েক না আসতে পারুক, সানি লিয়ন তো বাংলাদেশে আসতেছে!! এই বা কম কিসে!!??"

হুম তার আগমনের খবরে বঙ্গদ্যাশের এক শ্রেণীর মানুষ গর্বে গর্ভবতী হয়া যাইতাসে।
২০ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৭
278793
এনামুল লিখেছেন : Rolling on the Floor
337084
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
হতভাগা লিখেছেন : সানি লিওনীরা বাংলাদেশের মানুষের কাছে বেশী আরাধ্যের ।

বাংলাদেশের মানুষ এমনিতেই নামাজ কালাম খুব একটা পড়ে না , মাসজিদে বড় জোর জুম্মার দিন আর ঈদের দিন যায় ।

যারা নামাজের জন্য মাসজিদেই যায় না তারা কি ইসলামী ওয়াজ শোনার জন্য যাবে ?

অন্যদিকে , কোন কনসার্ট হলে বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ে । তারা গান বাজনার এতটাই ভক্ত যে কানে হেড ফোন লাগিয়ে শুনে , রাস্তা পার হয় ।

সরকারের প্রশাসন এটা ভালভাবেই জানে । তাই যেটাতে তাদের হিউজ টাকা লাভ হবে তারা সেটারই অনুমতি দেবে ।
২০ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৮
278797
এনামুল লিখেছেন : Applause
337111
২০ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫০
মুসলমান লিখেছেন : সানি লিওন আসলে পীর-আওলিয়াদের ব্যবসায়িক কোন ক্ষতি হবে না। তাই সে আসতে বাঁধা কোথায়?
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৪
278976
এনামুল লিখেছেন : ক্ষতি আছে । তাদের ভনডামি মানুষের সামনে ধরা পরে যাবে।
337130
২০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : আপনার অভিযোগ সত্য এর পিছনে কি সরকার বা মুক্তমণা বা দেশীয় নামের বিজাতীয় সংস্কৃতির লোকজনই যে জড়িত সেটাও না
এর সাথে জড়িত কিছু মুসলিম গোষ্ঠীও

তারাও এসব লোকদের না আসতে দেওয়ার পিছনে আরেকটি অন্যতম কারণ

সমাজে প্রচলিত ইসলামিক ধ্যানধারণার সাথে তাদের মিল নেই তাই আমাদের দেশের মৌলবি সম্প্রদায় ও চায় না যে তাহারা আসুক
কারণ আসলে তাদের পাল্লা হালকা হয়ে যাবে
কিন্তু তারা বুঝেনা যে সত্যের পাল্লা সারাজীবনই ভারী থাকবে
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৪
278977
এনামুল লিখেছেন : কিছু মুসলিম গোষ্ঠীও
337159
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১০
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৪
278978
এনামুল লিখেছেন : Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File