মাহে রমজানের পয়গাম
লিখেছেন লিখেছেন এনামুল ১৫ জুন, ২০১৫, ১১:৫৭:২৩ সকাল
পবিত্র মাহে রমজান আসন্ন। আসুন, মহিমান্বিত এই মাসে তারাবীহ নামাজ ২০ রাকাত নাকি ৮ রাকাত, এই জাতীয় ইস্যু নিয়ে নিজেরা নিজেদের কাফের আখ্যা দেই!!
অমুক মসজিদে তারাবীহ নামাজ ২০ রাকাত পরে, তাই সেই মসজিদে নামাজ না পড়ি!! রাতে ঘুমালে সেহরীর সওয়াব থেকে বঞ্চিত হতে পারেন, তাই কষ্ট করে সারারাত জেগে সেহরী খেয়ে ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে পড়ি!! আর প্রতিদিনের অসৎ লেনদেন, সুদ-ঘুষ, কথাবার্তা, মেলামেশা আগের মতই বজায় রেখে চলি!!
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বলেন , অনেক রোযাদার ব্যক্তি এমন আছে, যাদের রোযার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে, যাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না।
(ইবনে মাজাহ, নাসাঈ, ইবনে খুযাইমাহ, হাকিম)
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন