যত্রতত্র প্রস্রাব রোধে আরবী লেখা
লিখেছেন লিখেছেন এনামুল ০৭ মে, ২০১৫, ০৪:০৮:৪০ বিকাল
ছোটবেলার শেয়ালের গল্পটা সবারই জানা। বনে গিয়ে ফাদে পরে তার লেজ কাটা পরে। সে তখন সব শেয়ালকে ডেকে বুঝানোর চেষ্টা করে যে আসলে লেজ না থাকলেই সুন্দর দেখা যায়। উদ্দেশ্য- আমার একার লেজ কাটা থাকবে কেন, সবারই কাটা পরুক/
একথা সবারই জানা যে ভারতের একটি বড় অংশ যত্রতত্র যেখানে সেখানে প্রস্রাব-পায়খানা করে। সারা বিশ্ববাসী এটা জানে!! বাংলাদেশ ভারত ক্রিকেট খেলার সময় আমাদের দেশে এটা নিয়ে অনেক হাসাহাসিও হয়েছে। আবার আমাদের দেশের নীতিনির্ধারণী অনেক পরামর্শই ভারত থেকে আসে।
এখন যদি দুইটা মেলাই। ভারত মনে করল শুধু আমরা কেন জাতি হিসেবে লজ্জিত হব, বাংলাদেশীরাও একটু হোক। তাই ইংরেজীতে ভিডিও বানিয়ে সারা বিশ্বকে চোখে আংুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশীরাও যেখানে সেখানে প্রাকৃতিক কাজ সারে!! তাছাড়া ইংরেজীতে ভিডিও বানানোর কোন মানেই খুজে পাই না!! নিশ্চয়ই বাংগালীদের বুঝানোর জন্য না??!
আরো একটা মেসেজ দিয়ে দিলো যে মসজিদ হল হাগা-মুতার যায়গা (আসতাগফিরুল্লাহ)!! সেই সাথে প্রমান করে দিল যে বাংগালী জাতি বোকা জাতি। কোন কিছু না বুইজ্জাই কাম করে!!
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন