বহুল প্রচারিত একটি জাল হাদিস...!!
লিখেছেন লিখেছেন এনামুল ০৭ মে, ২০১৫, ০৯:৫৯:৫৩ সকাল
হযরত মুহাম্মদ (স বলেছেন, যে ব্যক্তি রমজানের/রোজার খবর প্রথম কাউকে দিবে , তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে!
কোন প্রকার রেফারেন্স ছাড়া মিথ্যা এ হাদিসটি আমরা সরলমনে, অজ্ঞতাবশত সহজ সওয়াব লাভের আশায় দেদারছে শেয়ার দিয়ে যাচ্ছি!! কিন্তু তার পরিনতিটা কি আমরা জানি???!!
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি আমার নামে একটি মিথ্যারোপ করল, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল" (বুখারি -১২৯১)
তিনি আরো বলেন, "যে ব্যক্তি আমার নামে এমন কোন কথা বলল যা আমি বলিনি, সে তার বাসস্থান জাহান্নামে বানিয়ে নিল" [বুখারী ও মুসলিম]
রাসূল (সাঃ) আরো বলেন, "কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে তাই প্রচার করবে" (সত্যতা যাচাই না করে) [সহীহ মুসলিম শরীফের ভূমিকা]
কোন হাদীস প্রচারের আগে আমাদের অবশ্যই জেনে নেয়া উচিত এটি কোন গ্রন্থের হাদীস। রেফারেন্স ছাড়া কোন জাল হাদিস প্রচার করে আমরা যেন আমাদের ঠিকানা জাহান্নামে না বানিয়ে নেই.....
বিষয়: বিবিধ
২১৮৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন