মেসি হতে গিয়ে রোনালদো হলেন তামিম
লিখেছেন লিখেছেন নুরে আলম সৈকত মজুমদার ১৮ এপ্রিল, ২০১৫, ০৫:০১:২৭ বিকাল
খুব কি ফর্মহীনতায় ছিলেন তামিম ইকবাল? সম্ভবত না। তবে তার মনেও যে জেঁকে বসেছিল সমালোচকদের ক্ষুরধার সমালোচনা তা বোঝা গেছে গতকাল সেঞ্চুরির পর তামিমের উদযাপন দেখে। দুই হাতের আঙুল খুলে আর বন্ধ করে কি বোঝাতে চেয়েছিলেন তামিম? "টকিং বার্ড" ইঙ্গিতটা কার বা কাদের দিকে ছিল? সবাই বলছে অনেক কথা হয়েছে এবার থামুন, এমন কথা। এর কাছাকাছি কথা নিয়েই নানা কথা হচ্ছে। সমালোচকদের মুখ বন্ধ করতে বলেছেন। কিন্তু তামিম ওই প্রসঙ্গে মুখে বলেননি কিছুই। তার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশ্য বলছেন ফর্মে ফেরার পর বার্সেলোনা ও আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসির মতো করে উদযাপন করতে চেয়েছিলেন তামিম। ঘটনাক্রমে তা হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো।
"আমি রোনালদোর ভক্ত। এ নিয়ে একদিন আলোচনার সময় তামিম আমাকে বলেছিলো, আপনি রোনালদোকে সাপোর্ট করলে আমি মেসিকে সাপোর্ট করবো। গোল করার পর মেসি যেভাবে উদযাপন করে খারাপ সময় থেকে ফিরতে পারলে আমি সেভাবে উদযাপন করবো।" মাশরাফি বলেছেন, "কিন্তু হয়ে গেছে উল্টো। রোনালদোর মতো। ফর্মহীনতা থেকে ফেরার পর রোনালদো এভাবে উদযাপন করে।" তামিম ভিন্ন কিছু বোঝাতে চাননি বলেই দাবি মাশরাফির। তার কথায়, "আসলে ও অন্য কিছু বোঝাতে চায়নি। সেঞ্চুরি করার পর এতটাই উচ্ছসিত ছিল যে মেসির মতো করে উদযাপন করতে গিয়ে রোনালদোর মতো করে ফেলেছে।" পাকিস্তানের বিপক্ষে ১৩২ রানের ইনিংস খেলেছেন তামিম। তাতে বাংলাদেশ দল জিতেছে ৭৯ রানে। আর ওই ম্যাচেই সেঞ্চুরির পর করা তামিমের উদযাপন এসেছে আলোচনায়।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন