ঢাকাই ছবিতে ওপারের শুভশ্রী
লিখেছেন লিখেছেন নুরে আলম সৈকত মজুমদার ১৪ এপ্রিল, ২০১৫, ০৮:৩৩:১৯ রাত
অতীতে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বাংলা চলচ্চিত্র। কিন্তু এবার সম্পূর্ণ বাংলাদেশি প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। তার সাথে প্রথম জুটি বেঁধে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক বাপ্পি। ছবির নাম ‘স্বর্গীয় প্রেম’। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।
এর আগে শুভস্রী যৌথ প্রযোজনায় ’আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেছিলেন।
এ সম্পর্কে ছবিটির প্রযোজক জানান, ‘আমাদের নতুন ছবি ‘স্বর্গীয় প্রেম’ এর জন্য কলকাতার শুভশ্রী’র সাথে মোটামুটি আমাদের কথা পাকাপাকি হয়েছে। তিনিও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। চলতি মাসের ১৯ তারিখ কলকাতা গিয়ে তাকে লিখিতভাবে চুক্তিবদ্ধ করাবো। আমরা এই ছবিতে অনেক বড় বাজেট রাখছি। ছবিতে নতুন নতুন চমক থাকবে।
ডিজিটাল মুভিজের প্রযোজনায় ‘স্বর্গীয় প্রেম’ নির্মিত হবে। এর আগে একই প্রোডাকশন হাউজ থেকে ‘সুইটহার্ট’ ছবিটি নির্মিত হয়েছিল। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
বিষয়: সাহিত্য
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন