নেগেটিভ চিন্তা ধারা, রেকর্ড Vs ক্যারিয়ার

লিখেছেন লিখেছেন হরিণ খাইন গোয়েন্দা সংস্থা ২৩ জুন, ২০১৫, ০২:১৫:৫৬ দুপুর

এনামুল হক জুনিয়র, মাত্র আঠারো বছর বয়সে

"সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এক

টেস্টে ১০ উইকেট" এর ওয়াসিম আকরাম এর করা

রেকর্ড ভেঙে দিয়েছিল। জানেন, সে এখন কি

করে??

,

মোহাম্মাদ আশরাফুল, মাত্র ১৭ বছর বয়সে

"সবচেয়ে কম বয়সী খেলোয়াড়" হিসেবে

টেস্টে শতক করে আগের সব রেকর্ড

ভেঙে দিয়েছিল। আর পরের কাহিনী তো জানাই,

এই আশরাফুলকে আমরা যে পরিমাণ পচাইছি,

ছোলাই

মদ বানানোর আগে ভাতকেও এত্ত পরিমাণ

পচানো

হয় না!!!

,

আবুল হাসান , অভিষেক টেস্টে ১০ নাম্বারে

ব্যাট করে শত রান তুলে নিয়ে ১১০ বছরের

রেকর্ড ভেঙে দেন। এখন দলে এত্ত ভাল সব

প্লেয়ার, আবুল হাসানের ১০ নাম্বারে নামার

সুযোগটাও হয় না।

,

তাইজুল ইসলাম, টেস্টে ৩৯ রানে

আট উইকেট, বাংলাদেশে টেস্ট ক্রিকেটে

বেস্ট বোলিং। ওয়ানডে তে জীবনের প্রথম

ম্যাচেই হ্যাট্রিক,.বিশ্ব ক্রিকেট ইতিহাসের

একেবারে নতুন কোন রেকর্ড। জানিনা, তাইজুল

নেক্সট জাতীয় দলে কখনো খেলতে পারবে

কিনা!!

,

সোহাগ গাজী, জিয়াউর রহমান, ................

বাংলাদেশে রেকর্ডের অভাব নাই, কেও রেকর্ড

করলে আমরা যত্ত মাথায় নিয়া লাফাইছি, মাথা

থেকে

ফেলে দেয়ার সময়ে খুব বিশ্রীভাবেই ফেলছি।

,

রেকর্ড করেই বাংলাদেশ দলে খেলা শুরু করছে

এমন ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয়,

আবার

সে ক্রিকেটারদের অপমান করে করে ধূলায়

মিশায়ে দিছি এমন সংখ্যাও কম না। এক ম্যাচ

খারাপ

খেললে, তামিমের বউকে ফোন দিয়ে গালাগাল

করে এমন মানুষ ও এই দেশে.আছে।

মোস্তাফিজ উজ্জ্বল নক্ষত্র, জানিনা.ওর

কপালে কি

আছে!!! আজকে যারা ওরে কাঁধে তুলে লাফাচ্ছে,

তার গুণকীর্তন করে লাইনের পর লাইন লিখছে,

কালকেই হয়ত এরাই তার বউ বাচ্চা, চৌদ্দ

গোষ্ঠী

উদ্ধার করে ফেলবে। তার ক্রিকেটের বারোটা

বাজিয়ে দিয়ে ছুড়ে ফেলবে নর্দমায়, মনেও

রাখবে না একদা এক সময় এই নক্ষত্র জ্বলে উঠার

সময় কোটি বাঙালি বাহবা দিয়েছিল!!!!

নক্ষত্রগুলো

জ্বলতেই থাকুক, অপমানটা দেখতে চাই না।

আমার

নিজের এবং বাঙালীর ডাবল চেহারা দেখতে

দেখতে ক্লান্ত।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327191
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:০৪
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর বলেছেন । অনেক ধন্যবাদ
327195
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ ।
327196
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
327197
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৪৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশীরা অন্যান্য ব্যাপারে একেবারেই ধীর স্থির বা ''দেখেও না দেখার ভান'' টাইপ বা ''আমার তো কিছু হয় নাই'' বা চুপচাপ নীতির অনুসারী হলেও খেলাধুলার ব্যাপারে পুরাই অস্থির এক জাতি ।
০৮ জুলাই ২০১৫ রাত ০৯:৫৩
271498
হরিণ খাইন গোয়েন্দা সংস্থা লিখেছেন : ঠিক কবলেছেন
327203
২৩ জুন ২০১৫ বিকাল ০৪:২৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! অনেক ধন্যবাদ লেখাটির জন্য!
০৮ জুলাই ২০১৫ রাত ০৯:৫৩
271497
হরিণ খাইন গোয়েন্দা সংস্থা লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনাকেও অনেক ধন্যবাদ
327239
২৩ জুন ২০১৫ রাত ১০:২৩
মাজহারুল ইসলাম লিখেছেন : যথার্থ বলেছেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File