ফ্রি ইন্টারনেট( Internet.org ) দিয়ে সরকার কি চায়
লিখেছেন লিখেছেন হরিণ খাইন গোয়েন্দা সংস্থা ১১ মে, ২০১৫, ০৩:৫৫:৫৬ দুপুর
আমার ধারণা-
(১) ওরা এর মাধ্যমে মূলত ফেইসবুকের উপর
নিয়ন্ত্রন আরোপ করতে চায় । এখানে যে সরকার
বিরোধী কিছু কথাবার্তা হয় তার উপর নিয়ন্ত্রন
আরোপ করবে । যে ওয়েব সাইটের মাধ্যমে এরা
ফ্রি ফেইসবুক ব্যাবহারের সুযোগ দেবে, সরকার
বিরোধী সমালোচক যদি ঐ ওয়েবের মাধ্যমে
ফেসবুক চালায়, তাহলে সম্ভবত ফেসবুকের
সাহায্য ছাড়াই এরা ঐ সমালোচকদের
আইডেন্টিফাই করতে পারবে । একে একে জনপ্রিয়
সমালোচকেরা গ্রেফতারের কবলে পড়তে পারে ।
কাজটা গোপনে করা হবে । আপনি জানতে
পারবেন না যে, এই লোকটা কেন হারিয়ে গেল ।
(এটা আমার নিছক ধারণা, তবে হতেও পারে ।
নইলে ফ্রি দিয়ে সরকার আসলে কী অর্জন করতে
চায় ?)
(২) এখানে সরকারী কিছু ওয়েব আর প্রথম আলো
এবং বিডিনিউজ টাইপের কিছু নিউজ পোর্টালকে
ফ্রি করে দেয়া হয়েছে । লক্ষ করবেন, প্রথম
আলো এবং বিডিনিউজ এগুলো সবই সরকার
পক্ষের পোর্টাল । এখানে দুইটা ভয়ঙ্কর বিষয়
জড়িত ।
ক. স্বাভাবিক ভাবেই মানুষ ফ্রি'র প্রতি আকৃষ্ট
। সুতরাং যারা নিয়মিত দেশের খবর রাখতে চান
তারা প্রথম আলো আর বিডিনিউজই পড়বে ।
খরচ করে অন্য কিছু তারাই পড়তে যাবে যারা
একটা নির্দিষ্ট্য আদর্শের প্রতি ডেডিকেটেট ।
সাধারণ ইউজাররা কিন্তু খপ্পরে পরবে ।
খ. সাধারণ মানুষ যারা আগে শুধু ফেসবুক ব্যাবহার
করার জন্যই ইন্টারনেটের দারস্থ হত তারা এখন
শুধু ফেইসবুক ইউজ করবে না । চিন্তা করবে,
যেহেতু ফ্রী তাই একটু দেশের খবরও নেই । কিন্তু
দেশের খবর নিতে গিয়ে এরা কিন্তু আমার দেশ
আর নয়া দিগন্ত পড়বে না । পড়বে সরকার পক্ষের
প্রথম আলো আর বিডি নিউজ । অর্থাৎ একটা
নিস্ক্রিয় গোষ্ঠিকে এরা সক্রিয় এবং সচেতন
করে তুলবে, কিন্তু সেটা হবে সরকারের পক্ষে ।
এখানেও দুইটা কাজ হবে । একটা হলঃ সরকার
পক্ষের জনমত গড়ে উঠবে । আরেকটা হলঃ দীর্ঘ
মেয়াদে স্লো পয়জনিং আকারে লোকেদের ভিতরে
এন্টি ইসলামিক বিষয়বস্তু প্রবেশ করানো হবে ।
দীর্ঘ মেয়াদে এটা টের পাওয়া যাবে । যেহেতু এ
সরকারের আমলে সিন্ডিকেট সাংবাদিকতার ধারণা
বেশ পপুলার । সুতরাং সমস্যা হবে না ।
আমি বরাবরই আওয়ামী কৌশলের ফ্যান । সুতরাং
হাম্বালীগ এগিয়ে যাক ।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন