আজ সেই ভয়াল সেই ২৯ শে এপ্রিল
লিখেছেন লিখেছেন হরিণ খাইন গোয়েন্দা সংস্থা ২৯ এপ্রিল, ২০১৫, ০১:৫৬:৩৫ দুপুর
১৯৯১ সালের আজকের এই দিনে
ইতিহাসের অন্যতম ঘুর্নিঝড় ও
জলোচ্ছ্বাসে সমুদ্রের উপকূলের কেবল
মাত্র সরকারি হিসাবেই মারা
গিয়েছিল প্রায় ১ লক্ষ ৫০ হাজার
মানুষ।
আর বেসরকারি হিসেবে ???
চিন্তাও করা যায়না ঐ দিনের
প্রকৃতির ভয়াবহতা।
বাংলাদেশে নারী নেতৃত্বের
সুতিগাথা হওয়ার কিছুদিনের
মধ্যেই মানে খালেদা জিয়া
প্রথমবারের মত বাংলাদেশের
ইতিহাসের নারী প্রধানমন্ত্রী
হিসেবে ক্ষমতা নেওয়ার কিছু
দিনের মধ্যেই ঘটে যায় আজকের
দিনের সেই ভয়াবহতম বিপর্যয়। আজ
থেকে ২৫ বছর পূর্বের সেই
দূর্যোগ থেকেই নারী নেতৃত্বের
সেই যে আযাব শুরু হইলো
বাংলাদেশীদের কপালে যা
বিগত ২৫ বছর ধরে Non Stop ভাবে
আজো চলমান আছে।
এই ২৫ টি বছরই ছিল আযাবের বছর হয়
হাসিনা নয়তো খালেদা,এই
চক্রের মাঝেই আমরা ঘূর্নায়মান
আছি।
জানিনা আরোও কয়দিন আমরা
অজ্ঞতার শিকলে এই নারীর নেত্রীর
কাছে বন্দী থাকবো,আর কতদিন
দেশের মানুষের এইসব মেনে নিতে
হবে।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন