আল্লাহ দেশটাকে বচাও-মাহবুব সুয়েদ
লিখেছেন লিখেছেন সমশেরনামা ০২ জুলাই, ২০১৬, ০২:৫৫:৩৭ রাত
১-রাজধানী গোলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে দুর্বৃত্তরা ঢুকে বেশ কিছু বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে।ভেতরে তারা বেচে আছে কি-না আমরা জানিনা কিন্তু বাইরে ঘটনার রেষে আরো নানা ঘটনা ঘটছে।ঊদ্বার অভিযানে অংশ নিয়ে ইতিমধ্যে বনানীর ওসি সালাউ উদ্দীনসহ বেশ কিছু নিহত হয়েছেন।আল্লাহ তাদের রক্ষা করুন।
২-বাংলাদেশের কোন মিডিয়া এখনো না জানালেও ভারতীয় টিভি চ্যনেলের খবরে ভেতরে ২ ইতালিয়ানের নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।বিশ্ব গনমাধ্যম ও এই হামলার আপডেট জানাচ্ছে গুরুত্ব সহকারে।আমরা উদ্বেগ আর শংকার সাথে বসে আছি।কিংকর্তব্য বিমুড় জাতী ভাষা হারিয়ে ফেলেছে।
৩-কিছুক্ষন আগে ‘আইসিস’ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।এত ঘটনার মাজে কি সত্য কি মিথ্যা আবার কি নাটক আর কি বাস্তব তা আমরা সাধারন মানুষ না বুজলেও আমরা এটুকু শুধু বুজি যে এই দেশটা আমাদের।লাখো বনি আদমের রক্তে কেনা এ দেশ যে আজ গভির সংকটের খাদে পড়ে গেছে তা বুজতে গেলে আর পিএইচডি পাশ ডক্টরের দরকার নেই।
৪-বিডিআর বিদ্রোহ থেকে আজকের এই ঘটনা।এগুলো কিসের বার্তা বহন করছে? দেশ যে আজ এক গভির সংকটে পড়ে বাচ্চা প্রসবের আগ মুহুর্তে একজন মায়ের যেই অবস্থা হয় সেই অবস্থায় আছে।সরকারের যে সব মন্ত্রী বা শাসক দলীয় যে সব নেতারা দেশে জঙ্গি বা আইসিস চলে এসেছে বলে জিগির তুলেছে তারা এখন কোথায়?খাল কেটে কুমির নিয়ে আসা এই নেতাদের মুখে কুলুপ কেন আজ?
৫-বেনজির আহমেদ সাহেব দেখলাম টিভি চ্যানেলগুলোকে ঘটনার লাইভ বা আপডেট দিতে নিষেধ করেছেন।এগুলো কেন করছেন তিনি? এরকম হওয়ার তো কথা নয়।একজন বেনজির বা যে কোন একজন পুলিশ অফিসারের উর্দি পরিহিত মনে যতটুকু দেশপ্রেম আছে তার চেয়ে বেশী আছে গ্রাম-বাংলার সাধারন কৃষক শ্রমিক ও মেহনতি মানুষজনদের।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, পবিত্র রোজার দিনে দেশের প্রত্যেকটি সরলপ্রান মানুষ এখন তার মহান মনিবের দরবারে কায়মানো বাক্যে প্রার্থনা করছে দেশের এই কঠিন মুহুর্তে।
৬-আজকে দেশের এই চরমাবস্থায় আমরা আশা করব ভারতের বা পাকিস্তানের দালাল না খোজে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল একজোট হয়ে রুখে দাড়াবে।পারস্পরিক কাদা ছোড়াছোড়ির সংস্কৃতিকে পেছনে ফেলে যদি এই মুহুর্তে শুনি সংসদ নেত্রী রাঝপথের জনপ্রিয় আরেক নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বসেছেন সংকট নিয়ে আলোচনার জন্যে তাহলে বিশ্বাস করি জঙ্গিরা মনোবল হারিয়ে ফেলবে আর এই রকম ঐতিহাসিক মুহুর্তের আনন্দে জতীর সাধারন মানুষ মনোবল বাড়িয়ে এদের রুখে দেবে যেমন দিয়েছে ৬৯,৭১ ও ৯০ সালে।
৭-হাজী শরিয়াতুল্লাহ, নিসার আলী তিতুমীর, শাহ জালাল, খান জাহান আলী, সুর্য সেনদের এ বাংলাকে তুমি মহান মনিব দয়া করে রক্ষা করে দাও।শয়তানদের শয়তানি আর আগ্রাসীদের আগ্রাসন থেকে তুমি রক্ষা কর।খেটে খাওয়া মানুষের এ জনপদকে তুমি এর রাজনৈতিকদের পাপের ফলে ধ্বংস না করে হেফাজত কর।তুমি মনিব তুমি রহমান তুমি রহিম।অন্তর থেকে এ মোনাজাত তোমার কাছে ‘দেশটাকে আমাদের বাচাও।সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়ার সাহায্য দান কর’।
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নানক-আজম যেভাবে বিডিআরের ঘটনার সময় সরকারের পক্ষ থেকে নেগোশিয়েশনে গিয়েছিল এরকম কি কেউ যাচ্ছে ?
আমিন।
মন্তব্য করতে লগইন করুন