আশা ভংগ এবং--মাহবুব সুয়েদ

লিখেছেন লিখেছেন সমশেরনামা ২৬ জানুয়ারি, ২০১৬, ০৯:১৮:০৯ সকাল

একটা সময় ছিল দ্রোহ এবং বিদ্রোহের

সব কিছুকে মাড়িয়ে,চিন্তা ছিল আন্দোলনের

কিছু দিন পরে একসময়,ভংগ হল মোহগ্রস্ততা

মনের মাঝে উকি দিত কত স্বপ্ন আর কল্পন।

মাঝে মাঝে ভাবতাম মনে হয়,হয়ে যাব রাজপংখি

কখন ও ভাবতাম হয়ে যাব,আসমান তারার সংগী।

উড়ে এলাম বিলেতে,গড়লাম নতুন জীবন

হাতছানি দিল অবারিত স্বম্ভাবনা এবং তারপর

কতেক রাস্তার মাঝে গ্রহন করলাম একটিই,এই আশা।

মনেহয় আশা পূর্নে পেয়ে যাব স্বর্গীয় সূখ,কিন্তু হায়

সব আশা আজ গুড়েবালি,কারন আমি নিজেই যে মূল

বিশ্বাসের মর্যাদা কাউকে বেশী দিয়েছি কাউকে আবার কম,এই ছিল আমার ভুল।

বিষয়: সাহিত্য

১০৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357742
২৬ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : ভুল বুঝে থাকলে শুধরে নেয়ার চেষ্টা করুন৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File