ওয়াজ মাহফিল একাল/সেকাল-২- মাহবুব সুয়েদ
লিখেছেন লিখেছেন সমশেরনামা ২৫ জানুয়ারি, ২০১৬, ০৯:০১:৫৯ রাত
##ওয়াজ মাহফিল একাল/সেকাল-২
যথারিতী মাইকিং আর ব্যাপক প্রচারনা শেষে নির্ধারিত দিনে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লির উপস্তিতিতে মাহফিলের কাজ শুরু হল।বৃদ্ব হাজী সাহেবের সভাপতিত্বে এবং ৫ম পুত্রের সুন্দর উপস্থাপনায় উক্ত মাহফিলের প্রথম ওয়ায়েজ হিসেবে বয়ান শুরু করলেন সিলেটের ফুলতি পীর সাহেবের মাদ্রাসা থেকে কামেল পাশ ৪র্থ সন্তান।অত্যন্ত সুললিত কন্ঠে এ মাওলানা পুত্র প্রায় দেড় ঘন্টা ওয়াজ করলেন।তিনি তার ওয়াজের বিষয় হিসেবে 'ওয়াহিবীবাদ আর মওদুদিবাদ' নিয়ে আলোচনা রাখলেন।দেড় ঘন্টা ওয়াজের সার কথা হল ,যারা জামাত-শিবির অথবা কওমি মাদ্রাসার সাথে সম্পর্কিত এরা মুলত মুনাফেক এবং ইসলামের লেবাস পরে মুসলমানদের ধোকা দিতে বদ্দ পরিকর।কারন হিসেবে তিনি উল্লেখ করলেন এই দুই শ্রেনীর মানুষ রাসুল(সঃ)কে মানুষ বলে আর নুরের তৈরি মানেনা।এরা সাহাবাদের 'সত্যের মাপকাটি' মানেনা।এরা মিলাদ-কিয়াম করেনা।তিনি এমন আবেগ আর উত্তেজনাপুর্ন ভাষন দিলেন যে উপস্থিত মুসল্লিরা ভাবতে লাগল আহারে আমরা কি তাইলে জামাত বা কওমিদের সাপোর্ট করে নিজেদের বেঈমান করে ফেললাম নাকি।সবাই মনে মনে তওবা করল।বৃদ্ব হাজী সাহেব মনে মনে কাদতে লাগলেন।তিনি ভাবছিলেন আহারে আমার বাকি ছেলেগুলোকে কি তাইলে আমি নিজ হাতে ই গোমরাহ বানিয়ে দিলাম?যাইহোক ৪র্থ সন্তান উত্তেজিত জনতার 'বাতিলের বিরুদ্বে' সংগ্রামের শপথ নিয়ে তার বক্তব্য শেষ করলেন। এবার শুরু হল বৃদ্বের প্রথম সন্তান 'ঢাকা আলিয়া মাদ্রাসা' থেকে সর্বোচ্চ ডিগ্রি ধারি মাওলানার বয়ান।তিনি দেড় ঘন্টার বয়ানে যা বুজালেন তার মধ্যে জনতা খুব একটা উত্তেজনাকর কিছু পেলনা।বরং অর্ধেকের মন খারপ হয়ে গেল।এই মাওলানা উপস্তিত জনতাকে এইটা আবার কি শুনায়?উপস্থিত মুসল্লিদের মাজে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন।এই মাওলানা বললেন,ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ নিয়ে।মানুষ ভাবতে লাগল আগেরটা তো ভাল ই বলছিল।সে আল্লাহ,কোরান আর রাসুল(সঃ) নিয়ে বলেছে।সেতো আর এর মত আমাদের নিয়ে বা দুনিয়া নিয়ে কিছু বলেনি।এই লোক কয় কি এগুলা।তবে এই মাওলানার ওয়াজের বেশির ভাগ ই হল রাজনিতি নিয়ে।তার কথার মুল হল, মূসলমানদের উচিত আল্লাহর জমিনে তার নেজাম অনুযায়ি দেশ চালাতে হবে।সে শুধু রাজনৈতিক দিক নিয়ে ই আলোচনা করল।তবে এটা আবার তার বক্তৃতায় অন্য কোন ইসলামি দলকে গালি দেয়নি।তার কথায় বুজা গেল 'ইসলাম' মানে হল শুধু রাজনীতি। উপস্থিত জনতা মহা চিন্তায় পড়ল।ব্যাপার কি তারা কার কথা শুনবে আর কিভাবে ঈমান রক্ষা করবে...(চলবে)
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন