কাদের মোল্লা ও হাবশী বেলাল- মাহবুব সুয়েদ

লিখেছেন লিখেছেন সমশেরনামা ১২ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৩:৫৮ সকাল

##কাদের মোল্লা ও হাবশী বেলাল-

বাংলাদেশের রাজনীতিতে চলমান ঘটনাবলি নিয়ে খুব আবেগী হওয়াকে গুরুত্বহীন আর অকর্মার কাজ বলে মনে করি।দেশে চলমান রাজনীতিতে যেভাবে বিরুধী দমন চলছে তা নতুন কিছু নয়।বহু আকাংখার বিনিময় অর্জিত স্বাধিনতার পরপরি শুরু হয়ে যায় 'বাকশাল' নামীয় নিপীড়নি শাসন ব্যাবস্থা।সেই থেকে শুরু আজ অবধি চলে আসছে।রাজনৈতিক কারনে কারাদন্ড দান এ যেন বাংলা মায়ের গৌরবের অলংকার হয়ে দাড়িয়েছে।কিন্তু ২০০৯ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আসা আওয়ামীলিগের হাত ধরে দেশে যে গুম-হত্যা বিশেষ করে বিরুধী মতের নেতাদের বিশেষত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্বে সোচ্চার এবং দৃঢ়চেতা রাজনৈতিক নেতৃত্ব বা বুদ্বিজীবিদের 'বিচারিক হত্যাকান্ডের' যেই সিলসিলা শুরু হয়েছে তা চোখ বুজে সহ্য করে যাওয়া মানে মহান মুক্তিযুদ্বের চেতনা বা নিজের ব্যাক্তিত্বের সাথে বেঈমানি বৈ কিছু নয়।আগামী কাল জামাতের অন্যতম শীর্ষ থিংকট্যংক জনাব কাদের মোল্লার বিচারিক হত্যার প্রথম বার্ষিকী।৫ফুট ২ইঞ্চি লম্বা বেটে খাট এবং কালো এ মানুষটি(দেখতে অনেকটা আফ্রিকান ইমামদের মত) তার জীবিতাবস্থায় জামাতের গন্ডীর বাইরে খুব পরিচিত বা প্রভাবশালী না হলেও অথবা রাজনীতিবিদ হিসেবে তার সংগঠনের বাইরে আমভাবে জনপ্রিয় না হলেও(সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন)তার মৃত্যু বা ফাসিতে চড়া যেন হয়ে উঠেছিল 'বিচারিক হত্যাকান্ডের বিরুদ্বে' এক শুদ্ব প্রতিবাদের প্রতিকে।আপনি তার রাজনৈতিক দর্শনের সাথে এগ্রি নাও করতে পারেন কিন্তু দেশে চলমান মানবতা বিরুধী বিচারের প্রথম শাস্তি ভোগকারি হিসেবে তার দৃঢ়চেতা মনোবল আর প্রান ভিক্ষা না চাওয়া, বিজয় চিহ্ন প্রদর্শন, অন্যায়ের কাছে মাথা নত না করে শুলে চড়াকে গ্রহন, আমৃত্যু তার দলের প্রতি কমিটেড থাকা বিশেষ করে ফাসিতে ঝুলার আগে পরিবারের সাথে সাক্ষাতের সময় দলের লোকদের জ্বালাও পোড়াও না করার অনুরুধ ইত্যাদির কারনে একজন কাদের মোল্লা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া বা রাজনৈতিক সচেতন মহলের কাছে বিশাল এক মহিরুহে এবং একটি আইকনে প্রতিষ্টিত হয়েছেন।জীবিত কাদের মোল্লা খুব পরিচিত না হলেও শহিদ কাদের মোল্লার জনপ্রিয় হয়ে উঠা ছিল 'অলৌকিক।জাতীসংঘের মহাসচিব, মার্কিন ফরেন মিনিস্টার স্বয়ং বাংলাদেশী পিএমকে ফোন করে প্রতিবাদ জানিয়েছিল।তুর্কী প্রধানমন্ত্রি নিজে ফোন করেছে এমনকি প্রকাশ্য সমাবেশে ভাসন ও দিয়েছে।৫৬ হাজার বর্গমাইলের বাংলায় ছাড়াও সারা দুনিয়ায় (দুনিয়ায় কিন্তু সবাই জামায়াতী বা রাজাকার নয়) হাজার হাজার গায়েবানা জানাজা হয়ে হয়েছিল।সাদাকালো ফ্রেমে তার ছবি দিয়ে মুসলিম বিশ্বের বিভিন্নদেশের তরুন তুর্কীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচার বানিয়েছিল।গত প্রায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়টি ঘটনা ঘটেছিল অর্থাত দুনিয়া জোড়ে নাড়া দিয়েছিল আমরা যারা বিদেশে থাকি বা বিভিন্ন জাতীর লোকদের সাথে মতবিনিময়ের সুযোগ থাকে তাদের কাছে 'কাদের মোল্লাহর শুলে চড়ে' জীবন উতসর্গ ও তেমনি একটি ঘটনা।প্রায় ১৪ শত বছর আগে বিশ্ব নবী(সঃ) যখন নতুন করে 'ইসলাম' প্রচার শুরু করেন তখন আরবের মাঠিতে হজরত বেলাল (রাঃ) নামের এক হাবশী গোলাম তার কৃত কর্ম আর নিজ আদর্শের ওপর ঠিকে থেকে সংগ্রাম আর নির্যাতনের স্বীকার হওয়ায় আজ অবদি মুসলিম বিশ্বে তিনি ইতিহাসের এক অবিচ্চেদ্য অংশে রয়েছেন।কালো কুচকুচে চামড়ার এ লোকটিকে রাসুল (সঃ) অনেক পছন্দ করতেন।ইসলামী বিশ্বে অনেক সুন্দর আর সম্ভ্রান্ত পরিবারের সাহাবীর বিদ্যমান থাকলেও কালো বিলালের মর্যাদা আর সম্মান আলাদা ই রয়ে গেছে মুসলিমদের মনে এবং থকবে।বর্তমান দুনিয়ায় ইসলামী আন্দোলন বা মুসলিম জাতীয়তাবাদিদের সংখ্যা হাজারে হজার থাকলেও বেটে খাটো একজন কাদের মোল্লাহর স্থান সেই গত বছর জায়গা করে নিয়েছে মজলুমের প্রতিকে এক নিরীহ ঈমানদার কিন্তু আদর্শে অটলের প্রতিকে মুসলিম মানসের হৃদয় পটে।জানি অতি রঞ্জিত হয়ে যাবে কিন্তু ইতিহাসের ধারাবাহিকত বজায় থাকলে এই 'কাদের মোল্লাহর' জীবনি এবং তার সাহসী কথার রুপকথা একসময় হয়ত মায়েরা গল্পের ছলে বলবে নিজ বাচ্চাদের কাছে।হয়ত একসময় বিভিন্ন ভাষায় অনুবাদিত হবে তার জীবনি।হয়ত বাংলাদেশ একসময় শহিদ কাদের মোল্লাহর দেশ হিসেবে পরিচিতি পাবে।আল্লাহ সব জুলুমের প্রতিকার করুন।সব জালেমের হেদায়াত দিন।আল্লাহ কাদের মোল্লাহ আর হজরত বেলালকে এক সাথে জান্নাতে ঘুরে বেড়ানোর সুযোগ দান করুন।আমিন।

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353615
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:২৭
শেখের পোলা লিখেছেন : আমিন৷
353616
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৩৫
মেঘবালক লিখেছেন : আমিন৷
353631
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আল্লাহ কাদের মোল্লাহ আর হজরত বেলালকে এক সাথে জান্নাতে ঘুরে বেড়ানোর সুযোগ দান করুন।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
353646
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৩
জেদ্দাবাসী লিখেছেন : মানব সভ্যতাকে ঠিকিয়ে রাখতে যুগে যুগে তাঁহারা আসে মানবজাতির নৈতিক শক্তি,সততার জীবনি শক্তি সংরক্ষনের গ্যার‍্যান্টি দিয়ে আবার চলেও যায়। আমরা সাধারনত তাদেরকে জীবন্ত অবস্তায় চিনতে ভুল করি। আওয়ামিপন্তি মুষ্টিমেয় কতিপয় লোক কাদের মোল্লাদেরকে বিচারিকভাবে হত্যা করেছে। এই লোক গুলির মধ্য থেকেই কিছু লোক ঈমান আনবে, এবং কাদেরমোল্লা, কামরুজ্জামান,মুজাহিদ,চৌধুরিদের জন্য চোখের পানি ফেলতে ব্যাধ্য হবে ইনশাআল্লাহ! এটাই হচ্ছে শহীদের কারামত।
তাঁরা ঈমানের ইমতেহানে পাস মার্ক পেয়েছে তাইতো আল্লাহ তাদের কবুল করেছন। ধন্যবাদ

“আল্লাহ এভাবে জেনে নিতে চান তোমাদের মধ্যে কারা সাচ্চা ঈমানদার এবং এ জন্য যে, তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে চান।” (সূর আলে ইমরান : ১৪০)

353663
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪২
আফরা লিখেছেন : আমীন !
353688
১২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
সমশেরনামা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File