মৃত্যুপথযাত্রী বিএনপিঃদায় কার ১

লিখেছেন লিখেছেন সমশেরনামা ০৯ মে, ২০১৫, ০৪:১৫:৫৪ বিকাল

ডান-বাম নিয়ে মধ্যপন্থার স্লোগান নিয়ে পোড় খাওয়য়া রাজনীতিবিদদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতৃক প্রতিষ্টিত দল বিএনপি।১৯৭৫সালে বঙ্গবন্ধুর ওপর ভর করা সুবিধাবাদি গুস্টির প্রভাবে যখন একদলীয় বাকশাল চালু হয়ে যায় সেই প্রেক্ষাপটে এর মাত্র কিছু দীন পরে ই জাতীর বৃহৎ প্রয়োজনে ৭ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে চলে আসা মেজর জিয়া কতৃক প্রতিস্টিত দলটি যদিও ক্যান্টনমেন্টের গর্ভে জন্ম তথাপি গনতান্ত্রিক উত্তরনের পথে এই দলটির ঐতিহাসিক গুরুত্ব ছিল এবং আজও তা বিদ্যমান।প্রতিস্টাকালীন সময়ে একদিকে যেমন পোড়খাওয়া নেতাদের সম্মিলন ঘটেছিল অপরদিকে অরাজনৈতিক বিভিন্ন পেশায় সক্রিয় আর সফল পেশাজীবিদেরও সমাবেশ ঘটেছিল দলটিতে।শহিদ জিয়ার দেশব্যাপী চশে বেড়ানো আর নানাগনমুখি কর্মসুচির মাধ্যমে দলটি তার জীবদ্দশায়ই মাত্র কয়েক বছরের মাথায় জনপ্রিয়তার মিনারে পৌছে যায়।জিয়া নিহত হলে এবং ক্ষমতার পালাবদল এরশাদের হাতে পৌছে গেলে বিভিন্ন দলছুট নেতা যারা বিএনপির ছায়ায় আশ্রয় নিয়েছিল তারা সময়ের ব্যবধানে এরশাদের আশ্রয়ে চলে যায়।কাজী জাফর বাঁ মওদুদরা প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত দখল করে ফেলে এরশাদকে তৈল মর্দন করতে করতে।'বাংলাদেশী জাতীয়তাবাদ' আদর্শকে ধারন করে গড়ে উঠা বিএনপিতে নির্দিষ্ট কোন আদর্শের অভাব থাকলেও জিয়াউর রহমানের ইন্তেকালের পরে তার আদর্শ আর সাচ্চা জাতীয়তাবাদকে গ্রহন করে যুবা-তরুনদের মাজে একটা গ্রুপ গড়ে উঠেছিল ততদিনে।জিয়া নিহত হলে আর হালুয়াভুগি বেঈমানরা এরশাদের কাছে নিজেদের সতিত্ব বিকিয়ে দিলে সময়ের প্রয়োজনে মরহুম কে এম ওয়বায়েদ,অধ্যাপক বি চৌঃ,কর্নেল অলি,ব্যরিষ্টার হুদাদের উদ্দোগে জিয়া পত্নি বেগম খালেদাকে গৃহবধু থেকে রাজনীতির ময়দানে নিইয়ে আসা হয়।জিয়ার প্রতি আপামর জনসাধারনের ভালোবাসা আর বেগম জিয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে অল্পদিনের মাজেই বিএনপি ঘুরে দাঁড়ায় এবং বলতে গেলে আরো জনপ্রিয় হয়ে উঠে বিশেষ করে ছাত্র সমাজের কাছে।ঢাবিতে গড়ে উঠে 'ছাত্রদলের' তীর্থস্থান এবং তৈরি হয় দুদু,নিরু,বাবলু,অভি,রিপ,মিলন,ইলিয়াস রিজভীদের মত নাম না জানা অসংখ্য ছাত্রনেতার।মেনন/মতিয়া বাঁ তোফায়েলরা যেমন ৬৫/৬৯এ আইয়ুবশাহীকে নাড়িয়ে দিয়েছিল তেমনি স্বাধিন বাংলায়ও ছাত্রদল এরশাদশাহীকে হটিয়ে দিয়ে ঘুমন্ত বিএনপিকে ক্ষমতার মসনদে নিয়ে আসে।ততদিনে বিএনপি নেতারাও রাজনীতির পাকা খেলোয়াড়ে পরিনত হয়ে গেছেন ার ৯ বছরের আন্দোলন-সংগ্রামে বেগম জিয়াও হয়ে উঠেছেন আপোষহীন নেত্রি।সদ্য ক্ষমতা থেকে বিতাড়িত জাপা,আওয়ামীলিগ আর জামাতকে বিরুধীপক্ষে রেখেও বেগম জিয়ার প্রথম সরকারের পাচবছরের শাসন ছিল অনেক গনতান্ত্রিক আর নৈতিকতাপুর্ন।সুপরিচিত রাজনীতিবিদরা ই দল এবং সরকারে নেতৃত্ব দিচ্ছিলেন তখন।বাঘা বাঘা নেতাদেরকে নিয়ে বেগম জিয়া অনেকটা সুন্দর ভাবে সরকার পরিচালনা করেন।কিন্তু সুবিধাবাদী গোস্টি ততদিনে আবার বিএনপিতে ফিরে আসতে শুরু করে আর কৌশলে ত্যাগি আর জাতীয়তাবাদের মন্ত্রে উজ্জীবিত নেতাদের খালেদার বিরাগভাজন করার চক্রান্ত শুরু করে দেয় এবং ছাত্রদলেও আভ্যন্তরীন কোন্দলকে উস্কে দেয়।ইলিয়াসকে জেলে নেয়া হয় অভিকে দল করতে দেয়া হয়নি আর কিংবদন্তী সানাউল হক নিরুকেও দল থেকে বের করে দিয়ে মুলত ছাত্রদলকে দুর্বল করে দেয়া হয়।একদিকে ক্ষমতালোভীদের অপচেষ্টা অপরদিকে ষড়যন্ত্রের মধ্যদিয়েও দলটি চলতে থাকে আপন মহীমায়।।(চলবে)

বিষয়: রাজনীতি

১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File