@ মনোকষ্টের কিছু বাক্য @

লিখেছেন লিখেছেন গুরু মরিসকো ১৪ মে, ২০১৫, ০৭:৩৭:৪৮ সন্ধ্যা

রাজনীতিক বিষয় নিয়ে লিখতে ইচ্ছে কখনই ছিল না ,

কিন্তু আজ খুব বেশি মনোকষ্ট নিয়ে কয়েকটা বাক্য ব্যয় করবো বলে মনস্থির করেছি ।

১/ আচ্ছা, বলেন তো বিনা কারনে কাউকে মেরে ''হাত-ভেঙ্গে'' দিয়ে কি লাভ ? আর যদি সেই কাজটা করে থাকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্র !! তখন আর বলার কিছুই থাকেনা । শুনেছি মানুষকে শ্রেষ্ঠ বলা হয় তার #বিবেকের কারনে কিন্তু আমার তো মনে হয় এই সব কথিত ছাত্র নামধারী দলীয় #পয়জনরা বিবেক-মানবিকতা ও জ্ঞানহীনদের কি নামে ডাকব , কোন ভাষা পাচ্ছিনা প্রকাশ করার জন্য ।

এবার আসল কথায় আসি......

প্রায় ৪ টা বাজে বাজে ভাব হঠাৎ একটা মেসেজ

ভাই অমুককে শুনলাম ...

সকলের #প্রিয়সংগঠন !! কি যেন #লীগ বলে !! বলতেও ঘ্বনা আসে ।।

মেরে #মেডিকেলে পাঠিয়েছে ।

আর আমাদের...

মহান প্রতিরক্ষা মন্ত্রী [ মানে proctor সাহেব] নিজস্ব দরবারে বসে পুলিশ মামুকে ডেকে এনে নিজের দক্ষিন হস্ত উজার করে ক্যাম্পাসের বিখ্যাত #জঙ্গি {মারাত্বক আহত]ছাত্রকে[ মানে শি...] ধরিয়ে দিলেন ।

আর মনে মনে ভাবছেন আহা !!

কি না #সওয়াবের কাজ করেছি ।

আর তসবি জবছেন..

#জয় বা জয় ব !

২/ গ্রামের লোকেরা মশকরা একদিন আমায় বলেছিল ...শোন আমুক

'' এই দিনে দিন নয় আরো দিন আছে

এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে ''

আমিও আজ সেই কথাটি আমার ক্যাম্পাসের #দুইপা ওয়ালা সেই সব মানবরুপি অমানবদের

বলছি ।

আসেন আমরা সবাই মিলেমিশে এই দেশকে গড়ি ।

মারা-মারি কে না বলি...।।

পড়াশুনাকে হ্যা বলি ।

@ জয় হোক শান্তির @

@ জয় হোক মানবতার @ সেই প্রত্যাশায়......

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320200
১৫ মে ২০১৫ দুপুর ০২:৩০
আফরা লিখেছেন : আমরা সবাই সেই প্রত্যাশায় ------
320720
১৮ মে ২০১৫ সকাল ০৯:২০
গুরু মরিসকো লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File