জানো মা ???

লিখেছেন লিখেছেন গুরু মরিসকো ১৩ মে, ২০১৫, ১১:২৪:৪৫ রাত

জানো মা ,

মাঝে মাঝে না ,

তোমাকে নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছে করে ।

যেমন ধর, তুমি কেন এতো ভাল,

রাগ কর না কেন আরো কত কি ... ।

জানি ,

আমার কথা শুনে তুমি হয়তো মুচকি হাসবে ,

বলবে, কী যে বলিস বোকা !!

আরে না, আমি সত্যি করে-ই বলছি মা ।

আমার মনের প্রশ্ন জাগে ,

তুমি কিভাবে এতো সুন্দর হলে ?

তুমি কেন এত উদার-ক্ষমাশীল ?

তুমি কেন এতো সহনশীল-ধরযশীল ?

কেমনে তুমি হাজার দুঃখ হাসিতে লুকিয়ে রাখ ?

কেমনে মা কেমনে ............?

তাইত মাঝে মাঝে ইচ্ছে করে ,

হাজার জনতার সম্মুখে

চিৎকার করে বলি ............

''মা'' তোমাকে অনেক অনেক ‪#‎ভালবাসি‬ ।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319923
১৪ মে ২০১৫ রাত ০২:০৯
আফরা লিখেছেন : আমি বাহিরে যাবার সময় প্রতিদিন আমার মামনিকে বলি ,মামনি তোমাকে অনেক ভালবাসি ।

আপনি বলুন দেখবেন আপনার মা অনেক খুশী হবে ।
১৪ মে ২০১৫ দুপুর ০১:১৭
261064
গাজী সালাউদ্দিন লিখেছেন : অত ঢং করে আমরা গরীবরা বলতে পারি না পনি!
তবে আমাদের মনে মায়ের জন্য আছে অফুরন্ত ভালোবাসা, শুধু প্রকাশটা মুখে করতে পারি না, কিন্তু মা বুঝে নেন। @ পনি
১৪ মে ২০১৫ দুপুর ০১:১৯
261065
গাজী সালাউদ্দিন লিখেছেন : অত ঢং করে আমরা গরীবরা বলতে পারি না পনি!
তবে আমাদের মনে মায়ের জন্য আছে অফুরন্ত ভালোবাসা, শুধু প্রকাশটা মুখে করতে পারি না, কিন্তু মা বুঝে নেন। টেকন্যালি সমস্যা থাকায় এই লেখক আপনার মন্তব্যের জবাব দিতে পারছেন না, তাই আমিই দিয়ে দিলাম @ পনি
১৪ মে ২০১৫ দুপুর ০৩:৪৯
261107
আফরা লিখেছেন : সাকা ভাইয়া আপনি আমার সাথে এমন ভাবে কথা বলছেন ,মনে হচ্ছে আমার উপর আপনার অনেক আক্রোশ !! মা তোমাকে ভালবাসি এটা ঢং হবে কেন ? যদি ও মায়ের প্রতি সন্তানের ভালবাসা বা সন্তানের প্রতি মায়ের ভালবাসা মুখে প্রকাশের দরকার পড়ে না কিন্তু আমি একটা ইসলামি স্কলারের মুখেই শুনেছি আপনি আপনার সন্তানকে ভালবাসেন সেটা তাকে মুখে বলেন আপনি আপনার মা,বাবাকে ভালবাসেন সেটা মুখে বলুন , আপনার স্বামীকে বলুন আপনার স্ত্রীকে বলুন এতে একে অপরের ভালবাসা ,সন্মান ,বিস্বাস বৃদ্বি পাবে বৈ কমবে না ।

আর মা তোমাকে ভালবাসি বলতে ধনী হওয়া লাগে না ।

ধনী- গরীব সময়ের ব্যাপার আল্লাহ যাকে চান ধন- সম্পদ দেন আবার কারো কাছ থেকে কেড়ে নেন । উভয়টাই বান্দর জন্য পরিক্ষা ।

@ সাকা ভাইয়া ।

320001
১৪ মে ২০১৫ দুপুর ০১:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : কমরেড!!!!
আপনার মা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যাবে, প্লিজ আপনার মাকে জানাবেন না, রাস্তায় চিৎকার করুন সেই ভালো!

কমরেড, চালিয়ে যান, সাকা সাথেই আছে।
320003
১৪ মে ২০১৫ দুপুর ০১:২০
egypt12 লিখেছেন : মাকে আসলেই অনেক ভালোবাসি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File