জানো মা ???
লিখেছেন লিখেছেন গুরু মরিসকো ১৩ মে, ২০১৫, ১১:২৪:৪৫ রাত
জানো মা ,
মাঝে মাঝে না ,
তোমাকে নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছে করে ।
যেমন ধর, তুমি কেন এতো ভাল,
রাগ কর না কেন আরো কত কি ... ।
জানি ,
আমার কথা শুনে তুমি হয়তো মুচকি হাসবে ,
বলবে, কী যে বলিস বোকা !!
আরে না, আমি সত্যি করে-ই বলছি মা ।
আমার মনের প্রশ্ন জাগে ,
তুমি কিভাবে এতো সুন্দর হলে ?
তুমি কেন এত উদার-ক্ষমাশীল ?
তুমি কেন এতো সহনশীল-ধরযশীল ?
কেমনে তুমি হাজার দুঃখ হাসিতে লুকিয়ে রাখ ?
কেমনে মা কেমনে ............?
তাইত মাঝে মাঝে ইচ্ছে করে ,
হাজার জনতার সম্মুখে
চিৎকার করে বলি ............
''মা'' তোমাকে অনেক অনেক #ভালবাসি ।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি বলুন দেখবেন আপনার মা অনেক খুশী হবে ।
তবে আমাদের মনে মায়ের জন্য আছে অফুরন্ত ভালোবাসা, শুধু প্রকাশটা মুখে করতে পারি না, কিন্তু মা বুঝে নেন। @ পনি
তবে আমাদের মনে মায়ের জন্য আছে অফুরন্ত ভালোবাসা, শুধু প্রকাশটা মুখে করতে পারি না, কিন্তু মা বুঝে নেন। টেকন্যালি সমস্যা থাকায় এই লেখক আপনার মন্তব্যের জবাব দিতে পারছেন না, তাই আমিই দিয়ে দিলাম @ পনি
আর মা তোমাকে ভালবাসি বলতে ধনী হওয়া লাগে না ।
ধনী- গরীব সময়ের ব্যাপার আল্লাহ যাকে চান ধন- সম্পদ দেন আবার কারো কাছ থেকে কেড়ে নেন । উভয়টাই বান্দর জন্য পরিক্ষা ।
@ সাকা ভাইয়া ।
আপনার মা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যাবে, প্লিজ আপনার মাকে জানাবেন না, রাস্তায় চিৎকার করুন সেই ভালো!
কমরেড, চালিয়ে যান, সাকা সাথেই আছে।
মন্তব্য করতে লগইন করুন