প্রবাস জীবনে মায়ের অভাব !!!
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুর রহিম ০৭ এপ্রিল, ২০১৫, ০৩:১১:২৪ রাত
মা তোমাকে মনে পড়ছে
প্রবাসের এই মরুময় জীবনে ,
মা তোমাকে কেন দেখিনা
মন কেঁদে উঠে অভিমানে ।
মায়ের মুখের হাসি দেখিনা
হয়ে গেল কত কাল ,
মা তোমার ভাবনার মোহনায় বসে
অচানক নামে দু'চোখে অশ্রু জল ।
মন চাই কাছে গিয়ে
ভালবাসতে মাকে ,
ঘুমের গোরে কাছে পেয়েছি ভেবে
কত বার মন স্বপ্ন আঁকে !
মায়ের মায়া মমতা শাসন-
মনের মাঝে তুলে কৌতুহল ,
মায়ের মায়া মমতা শাসনের
অভাবে নেমে আসে চোখে জল ।
মা তোমার মমতা মাখা
আদর পেতে চাই আমি ,
আমার কাছে তুমিই
সব চেয়ে দামী ।
মা তোমার পায়ের নিচে রয়েছে
জান্নাত , বলেছেন প্রিয় রসুল ,
মা সব সময় বলত নামাজ পড়-
সময় নষ্ট না করে আল্লাহ করবেন কবুল ।
বিষয়: বিবিধ
৮৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন