সরকারি দলের নেতার সাক্ষাতকার
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৬ মে, ২০১৬, ১১:০৪:৪১ রাত
সাংবাদিকঃ আসসালামু আলাইকুম। ভালো আছেন?
নেতাঃ ভালো আছি।
সাংবাদিকঃ আপনার এলাকায় ইদানীং ধর্ষণ বেড়ে গেছে।এর পেছনে কারণ কি?
নেতাঃ এসব জামাত শিবিরের কাজ।
সাংবাদিকঃ কিন্তু জানগন তো ছাত্রলীগের একজন নেতাকে এজন্য ধরে পুলিশে দিয়েছে।এ ব্যাপারে আপনি কি বলবেন?
নেতাঃ সব মিথ্যা। আপনি খবর নিয়ে দেখেন এসব মিথ্যে।যাকে জনগন পুলিশে দিয়েছে সে আগে শিবির করতো বলে আমার কাছে খবর আছে।
সাংবাদিকঃ কিন্তু সে তো একজন আওয়ামী লীগ নেতার ছেলে।
নেতাঃসব ষড়যন্ত্র।তার বিরুদ্ধে ,আমাদের দলের বিরুদ্ধে সব ষড়যন্ত্র।
সাংবাদিকঃ লোকে বলছে সে ছাত্র নেতা আপনার সাথে গাড়িতে ঘোরাফেরা করত।
নেতাঃ প্রশ্নই আসে না। আমি জানি এসব ষড়যন্ত্র।আমি ষড়যন্ত্রের শিকার।
সাংবাদিকঃ আপনার দলের এক ছাত্রলীগ নেতা সম্প্রতি আপনার এলাকার এক কলেজ ছাত্রীকে উলঙ্গ করে মোবাইলে ছবি ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।
নেতাঃ সব মিথ্যে । এসব জামাত শিবিরের কাজ। এসব কাজে ওদের ইন্ধন আছে।
সাংবাদিকঃ কিন্তু জনগন বলছে সেও আপানার সাথে চলাফেরা করে।
নেতাঃ আপনি মিথ্যে বলছেন।আচ্ছা ,আপনি কোন পত্রিকায় কাজ করেন?
সাংবাদিকঃ কালের কন্ঠ।
নেতাঃ তাহলে আপনি জামাত শিবিরের মত প্রশ্ন করছেন কেন?আপনিও জামাত শিবিরের সাথে জড়িত কিনা সন্দেহ হচ্ছে।
সাংবাদিকঃ স্যার,আমার বাড়ি গোপালঞ্জ।
নেতাঃ তো কি হয়েছে ওখানে কি জামাত শিবির নেই?
সাংবাদিকঃ সব যদি জামাত শিবির করে তাহলে আপনারা কি করছেন?
নেতাঃ জানেন,এ দেশ আমরা স্বাধীন করেছি। স্বাধীন দেশে বসে কথা বলতে পারছেন আমাদের জন্য।
সাংবাদিকঃ কিন্তু স্যার, স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বয়স তো মাত্র এক বছর ছিল।
নেতাঃ তো কি হয়েছে? স্বাধীনতার পূর্বে তো জন্ম গ্রহণ করেছি।শৈশবে খেলাধুলা করার সময় আমরা স্বাধীনতা স্বাধীনতা খেলা করেছি। ওটা কি স্বাধীনতা যুদ্ধ নয়?
সাংবাদিকঃ এ এলাকার উন্নয়ন নিয়ে আপনার পরিলকপনা কি?
নেতাঃ আমরা দেশকে জামাত শিবির মুক্ত করবো। আমরা স্বাধীনতার চেতনার ধারক বাহক।আমরা প্রতিটি অলি গলিকে ডিজিটাল বানাবো।
সাংবাদিকঃ স্যার ,ডিজিটাল হবার কারণে নাকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এত ডলার চুরি করা সম্ভব হয়েছে?
নেতাঃ আপনি নিশ্চয়ই শিবির করতেন। এসব আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সব মিথ্যে।
সাংবাদিকঃস্যার আমিরিকাতে নাকি জয় স্যারের ঘরে অনেক ক্যাশ ডলার পেয়েছে আমিরিকার পুলিশ?
নেতাঃ আপনি শিবির,আপনি জামাত। আপনার সাথে আর কোন কথা নয়।
সাংবাদিকঃ স্যার ,আমার বাড়ি গোপালগঞ্জ।
নেতাঃ গুলি মারি গোপালগঞ্জের। তুই বের হ হারামজাদা। তুই জামাত,তুই শিবির।বের হ.।.।.।.।.।.।.।.।.।
বিঃদ্রঃ এটি একটি কাল্পনিক সাক্ষাতকার। কারো সাথে মিলে গেলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন