সত্যের বিজয় হবেই ইনশাল্লাহ
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৬ মে, ২০১৬, ০২:০২:৩১ রাত
নিজামী,মুজাহিদ,কামরুজ্জামান ও কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে যারা ইসলামী আন্দোলনকে থামিয়ে দিতে চায় তারা আর যাই হোক বোকার স্বর্গে যে বাস করছে তা বলার অপেক্ষা রাখেনা। ইসলামী আন্দোলনের জন্য হাজার হাজার নিজামী,মুজাহিদ,কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা তৈরি হয়ে আছে। কতোজনকে ফাঁসিতে ঝুলাবে তাবেদারী সরকার। পুলিশ, RAB এর কাধে ভর দিয়ে টিকে থাকা অবৈধ সরকারের প্রতিটি কর্মের বিচার একদিন হবেই ইনশাল্লাহ।আল্লাহ যারা হাজের -নাজের জানে, আল্লাহতে যারা নিজের জীবঙ্কে সঁপে দিয়েছেন,যারা ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবঙ্কে কোরবানী দিতে সদা প্রস্তত তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তার কাছেই ফিরে যাব এ কথা সত্য বলেই আমরা তার সিদ্ধান্তের প্রতি অবিচল আছি জ়িবনের শেষ শ্বাস পর্যন্ত। ইসলামী আন্দোলনের সিপাহশালারদের বলবো পার্থিব ঈমানী পরীক্ষায় ভয় পাবেন না। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন