সত্যবচন

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০১ জানুয়ারি, ২০১৬, ১০:১২:০২ রাত

"কয়লা ধুইলে ময়লা যায় না"-বলে গেছেন গুণী,

এতদিন কেবল বইতে পড়েছি,

বাস্তব প্রমাণ দিলে তুমি।

ভেবেছিলাম শুদ্ধ হবে চিন্তা-চেতনায়,

জিহবাতে দেবে লাগাম,

ভুললাম কি করে কুকুরের লেজ হয়না সোজা কভু!

সমাজতন্ত্র, '১৭তে জন্মে '৯০তে ভাগাড়ে- আত্মহনন,

দেখেও পারলে না শিখতে,

কামাল,আনোয়ার, মোবারক কেউ পারেনি রুখতে।

তাকাও ঘরে চোখ মেলে, নাকি হলে অন্ধ,

ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়,

এ নিয়ে আছে কি দ্বন্ধ?

১লা জানুয়ারী,২০১৬

চট্টগ্রাম।।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355989
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়লার রং কালো। তাতে সাদা আশা করেন কেন???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File