ক্রন্তিলগ্ন

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৫ নভেম্বর, ২০১৫, ০৯:০৩:৩৩ রাত

পথের ধুলোয় পরিচয়, হয়ে গেল মাখামাখি

স্বপ্ন ফুরোয়,

ক্লান্তি জিরোয়,

কখনোবা ভুল করে সময়ের চোখাচোখি।

গোধুলী বিষন্ন নয়,বিষন্ন মন

রাতের আঁধারে হায়েনারা ছাড়ে পোনা

ভুলে যায় সমাগত ভোর,সুন্দরের আলপনা,

শ্বাপদের থাবায় কতোইবা যাবে জীবন!

নীলনদের বমনে উঠে আসে রামেসিস,

চিরদিনের তরে হয়ে যায় মমি,

ভিশনের স্রোত থামাবে অর্ন্তযামী,

নীরব যুদ্ধে আসবেই শুভাশিস।

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351511
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ সেলিম ভাই..
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৫
291821
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাসুম ভাই।
351541
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেষ কোথায়?
351555
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লিখেছেন স্যার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File