সালাউদ্দিন কাদের চৌধুরী,এক কিংবদন্তী
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৩ নভেম্বর, ২০১৫, ১০:৫১:০৯ সকাল
সালাউদ্দিন কাদের চৌধুরীকে চেনেন না এমন মানুষ পাওয়া যাবেনা।মরহুম ফজলুল কাদের চৌধুরীর বড় ছেলে। মন্ত্রী ছিলেন এরশাদের মন্ত্রীসভায়। ওয়ান ম্যান আর্মির মতো লড়েছেন অকুতভয়ে। স্বাভাবিকভাবে মৃত্যু হলে কেউ তাঁকে কতদিন মনে রাখতো তা বলা যাচ্ছে না। আওয়ামী আতঙ্ক সালাউদ্দিনকে আওয়ামী ট্রাইবুনাল চিরদিনের জন্য বাঁচিয়ে রাখার ব্যবস্থা করলো। ফজলুল কাদের চৌধুরী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম মেডিকেল কলেজ, চট্রগ্রাম ইঞ্জিনি্যারিং কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্টান চট্রগ্রামের মানুষকে উপহার দেবার পরও চট্রগ্রামবাসী তাঁকে ভালো করে স্মরণ রাখেনি। কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী বাবাকে ছাড়িয়ে গেলেন বাবার মতো এ ধরনের প্রতিষ্টান না ক্করেও। আওয়ামী ট্রাইবুনাল চিরদিনের জন্য বাঁচিয়ে রাখার সুব্যবস্থা করলো সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে। আপোষহীনতার প্রতীক হিসেবে অন্যসব দেশপ্রেমিকের সাথে উচ্চারিত হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম। ইতিহাসের পাতায় লিখা হয়ে গেল এ নাম নবাব সিরাজদ্দোলার সাথে । আর সারা জীবনের জন্য ভিলেন হিসেবে স্বীকৃতি পাবে আওয়ামী লীগ মীর জাফরের সাথে উচ্চারিত হয়ে।
বিষয়: বিবিধ
১৬১১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন