কবিতার টানবাজারে

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২০ নভেম্বর, ২০১৫, ১২:২৩:৪৮ রাত



সেদিন গিয়েছিলাম চেতনার জলাধারে

গড়ে উঠা কবিতা পাড়ায়,আঁধারে

ঢেকে আছে প্রতিটি পরত,আমি

ভাবলেম এখানে বুঝি আবার এলো শরত নামি।

চেতনার বীজ হচ্ছে বপন,স্বপন

দেখছে কবিতা শরীরে শরীর ঠেকিয়ে,আপন

মনে তাই ভাবছিলেম, ছাই

হয়ে উঠবে বুঝি শব্দের লহরী, তাই

নেই বিবেকের প্রহরী, আদিম মাবন ক্লোন

আধুনিক সভ্যতায়!

ভাসছে বিড়ির বিকৃত গন্ধ,গাঁজা

চরোস,তামাক সাথে জর্দা,তাজা

চায়ের স্বাদ গিলে খায় ফেনসিডেল,কবিতার

শুক্রানু ডিম্বানু মিলিত হয় ডিম্বাশয়ে,শুদ্ধতার

নামে জন্ম নেয় জারজ।

কবিতার আঁতুরঘর পেরিয়ে এলাম,ছবি

যা ছিল মনে পুঁড়ে ছাই,হবো কবি

সোনালী ইচ্ছে গেছে মরে, তাই

সাদা কাগজ সাদা করে সাজাই

মনকে বুঝাই চেতনার কবি হয়ে কাজ নাই।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350528
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতা যখন চলে যায় কবিদের হাত থেকে তার পরিনতি হবে এমনই জারজ হওয়াতে।
350546
২০ নভেম্বর ২০১৫ রাত ০৮:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো..ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File