অর্ধেক শুকর
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৫ অক্টোবর, ২০১৫, ০১:৩৪:৪৮ রাত
সেদিন বিকেলে নদীর ধারে বসেছিলাম একা
সুনসান নিরবতা, চারদিক ফাঁকা,
হেমন্তের মায়াবী পবন,
সাথে আছে নীল গগন,
প্রকৃতির কোলে
সবকিছু ভুলে
নিমগ্ন আমি।
হঠাত্ দেখি আসছে ছুটে টমি।
পাড়ার সে পাগলা কুকুর,
দিন নেই, রাত নেই, মানেনা ঠিক দুপুর,
কামড়ায়।
আছে নানা রোগ জীবানু তার চামড়ায়।
আমাকে দেখে দাঁড়ালো,
মনে মনে গুনলেম প্রমোদ,এই বুঝি কামড়ালো,
হয়তো সে বুঝেছে ভাষা মনের,
দেখলো ভালো করে আলোতে দিনের,
এরপর অদ্ভুত স্বরে ঘেউ ঘেউ
যেন বলছে -"তুমি নও এমন কেউ,
আমিতো আছি সেই কুকুর
কিন্তু তোমাদের অর্ধেক হয়ে গেছে শুকর।"
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন