ত্রয়ী প্রশ্ন

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৩ অক্টোবর, ২০১৫, ০৩:৪৫:৪৪ দুপুর



কে জানি বললো লোপাট হওয়া ময়ূর সিংহাসন

লুকিয়ে আছে তোমার আচঁলে,

একদিন তাই চুপি চুপি বেখেয়ালে

দাঁড়ালাম সড়কে,উঁকি দিলাম তোমার আঙ্গন।

তোমার পোষা কুত্তারা বড্ড করে ঘেউ ঘেউ

যেন রুখবে মৃত্যু পরোয়ানা,

টাঙিয়েছে তাই বিশাল সামিয়ানা

অথচ আশপাশ সুনসান,নিস্তব্ধ, নেই কেউ।

ভাবলাম যদি দেখি একবার সেই

জবর দখলের যাদু আসন,

প্রতিদিন কত শুনি আসনের ভাষণ,

চোখের তারায় নাচন আছে, শালীনতা নেই।

বিফল মনোরথে চললেম ফিরে কি

হঠাত্‌ ছলাত্‌ শব্দে গায়ে পড়ে জ্‌ল,

বেয়াড়া চালক ঘুরিয়েছে স্টিয়ারিং, লাগিয়েছে বল,

মুখ ফসকে বললেম,'পেয়েছো কি'?

পাশ থেকে ভেসে আসে, শা--নোংরা,

আমি খেলাম ভিমড়ি,

নিজে নিজে ভাবলাম সরে পাশে পড়িমরি,

কে নোংরা? আমি? তুমি? নাকি আমরা?

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347033
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তোমার পোষা কুত্তারা বড্ড করে ঘেউ ঘেউ /

যেন রুখবে মৃত্যু পরোয়ানা,/

টাঙিয়েছে তাই বিশাল সামিয়ানা/

অথচ আশপাশ সুনসান,নিস্তব্ধ, নেই কেউ।

-অসাধারণ কবিবর..ধন্যবাদ..তথাকথিতদের তীব্র চপেটাঘাতের জন্য..
২৫ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৬
288236
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাসুম ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File