আবুলের ব্যবচ্ছেদ
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৩:২৯ সকাল
নাম তার আবুল বাড়ি কিনা কাবুল,
ভাবেন নিজেকে জ্ঞানের ফেরিওয়ালা,
তাকে ছাড়া জ্ঞান পাবেনা কূল?
মোসাহেবি,চামচাগিরি মজ্জাগত তার
নিজেকে ভাবেন সক্রেটিস,প্লেটো অবতার,
আসলে তিনি মস্ত কুলংগার।
চাল-চলনে বুজুর্গ,পকেটে বেহেশত,
মাথায় দেন বিরাট এক টুপি চোস্ত,
আসলে তিনি এক ভন্ড মস্ত।
হাসি যেন পেপসোডেন্টের চটক বিজ্ঞাপন,
সহজীকরণ জানেননা তিনি চান বিভাজন,
আসলে তিনি আপাদমস্তক সত্যের দুশমন।
২৯শে সেপ্টেম্বর, ২০১৫
চট্টগ্রাম।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন