শেষ হাসি .........
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৮:৩৪ রাত
যদি ভেবে থাকো ফুঁ দিয়ে নিভাবে দিবাকর,
দিতে থাকো,
যদি ভেবে থাকো চুমুকে পান করবে মহাসাগর,
করতে থাকো,
যদি ভেবে থাকো গিলোটিনে হত্যা করবে প্রতিবাদ,
দিবাস্বপ্নে থাকো,
যদি ভেবে থাকো বুলেটে থামাবে আলোর মিছিল,
মারতে থাকো,
যদি ভেবে থাকো রক্তের নদীতে ভাসাবে জনপদ,
ভাসাতে থাকো,
যদি ভেবে থাকো গরাদের পেছনে ইতি টানবে,
টানতে থাকো।
কিন্তু------
শেষ খেলার সুতো আর নাটাই সপ্ত আসমানে,
ইয়াদ রাখো,
শেষ হাসির দীপ্ত ফোয়ারা ফুটবেই এ কাননে,
লিখে রাখো।
৫ই সেপ্টেম্বর,২০১৫
টিচার্স ট্রেনিং কলেজ।।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন