তোমার হিসেবের চুড়ান্ত পরাজয়
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২১ আগস্ট, ২০১৫, ০২:৩৩:৫৭ রাত
ভেবেছিলে মচকে যাব অনায়াসে।
ভুল। আমি রকি মাউন্টেইন।
রুক্ষ ঘোড়সোয়ারী,বেদুইন যাযাবর আমি,
জীবনের মোডে মোড়ে দেখেছি কত কি,
বেদনার চাবুকে হয়েছি ক্ষত-বিক্ষত,
কখনোবা আকন্ঠ ডুবেছি আনন্দময়ীতে।
শব্দের নকঁশী কাথায় বুনেছি স্বপ্ন,
তারাদের নিয়ে বেধেঁছি ঘর,
আকাশের নীলে জমিয়েছি আড্ডা,
বর্ষার জলকেলিতে হয়েছি ক্লান্ত,
তবু ভুলিনি কথার শপথ-
তুমি চলে যাবার মুহুর্ত আগেও।
রোদনহীন তপ্ত সাহারা আমি,
চুমুকে পান করেছি তাবত্ সরোবর,
বোশেখের কালো মেঘ আর
বিদ্যুতের চোখ রাঙানী,
হারিয়েছে কাঁশবনের সফেদ ফুলে।
ভঙ্গুরতা আমায় জয় করেনি
যদিও তোমার প্রার্থনায় ছিল তা।
প্রাচুর্য্যের প্রাসাদে গুম করেছ আমার উচ্ছ্বলতা,
নিজে হয়েছ বাজিগর,
শব মিছিলের ক্ষণ গুনেছ,
শোকহীন কণ্ঠে বিলাপ তুলেছ,
আবার ক্লডিয়াসের হাত ধরেছ নিঃসঙ্কোচে।
কতোকাল নিহত হলো,
এখনো গোলাপে রক্ত ঝরে,
হাসনাহেনা সুবাস বিলায়,
সূর্যমূখী খুঁজে দিবাকর,
অথচ তুমি সে তেমোহনায় কিংকর্তব্যবিমূঢ,
ধ্রুতলয়ী খরগোশের সাথে পরাজয়ের সীমানায়।
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন