ফেরেনা যে মিছিল

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৫ আগস্ট, ২০১৫, ০১:২৯:৫২ রাত



শৈশবের গন্ডি না পেরোতেই

প্রথম মিছিলে গেলেন দাদী

তখন আমার বোধহীন কৈশোর,

এরপর মামা- সুদূর প্রবাসে, নিঃসঙ্গ।

চেতন অবচেতনের মাঝামাঝি বয়স,

মায়ের রোদন বলে দিল

এ মিছিল ফেরে না-মিছিলসঙ্গীও।

চাচা-চাচী গেলেন যক্ষা নিয়ে,

তখনও আমাদের খেলা থামেনি

মিছিলে যাবার মর্ম বুঝিনি।

নানা গেলেন এক বিকেলে

আমি তখন হাঁটু পানিতে

নদীর গভীরতা মাপছিলাম।

বাবার হাত ধরে সে মিছিল দেখলাম।

নানী গেলেন আরো পরে

আমার তখন স্বেচ্ছা নির্বাসন-নগরে।

মিছিলে যাবার মর্মার্থ বুঝি।

এরপর চারপাশের কতজন গেল

কখনো রক্ত ঝরেছে,কখনো না,

ওরা আত্বীয় নয়-তবে অনেকে আত্বার ছিল।

হেমন্তের এক দুপুর ডাকছিল আমায়,

গাঁয়ের ভাঙা সেতু পার হতে মনে হচ্ছিল

মিছিলের আওয়াজ শুনছি।

রাত পোহাতেই বাবা গেলেন মিছিলে,

সুখের সাগরে ভাসার তোয়াক্কা না করে।

না ফেরার এ মিছিল বড্ড কাঁদালো,

জানি সবাই যাবো এ মিছিলে

তবু কেন এ বিরাগ !

মিছিল আসলে কেন কষ্ট!

কেন রাগ!

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333740
০৫ আগস্ট ২০১৫ রাত ০১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো।
০৬ আগস্ট ২০১৫ রাত ০১:৪৩
276098
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ ।
333743
০৫ আগস্ট ২০১৫ রাত ০১:৫৫
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
333779
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৬:০৩
নাবিক লিখেছেন : ভালো লাগলো, সুপার...
০৬ আগস্ট ২০১৫ রাত ০১:৪৩
276099
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : অনেক ধন্যবাদ।
333785
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫৬
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।
০৬ আগস্ট ২০১৫ রাত ০১:৪৩
276100
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : শুকরিয়া জ্ঞাপন করছি।
333860
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ যে পরপারের অনন্ত মিছিল! যার কোন অন্ত নেই। দুনিয়ার হাবিজাবি মিছিলে কেউ শরীক হয়, কেউ হয় না। কিন্তু শত অনিচ্ছা থাকলেও এ মিছিলে শামিল হতে হবেই..
অনেক সুন্দর ও শিক্ষণীয়। ধন্যবাদ..
০৬ আগস্ট ২০১৫ রাত ০১:৪৩
276101
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই।
333948
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৬
০৬ আগস্ট ২০১৫ রাত ০১:৪৪
276102
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File