অতঃপর তুমি

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৮ জুলাই, ২০১৫, ১২:১৫:১২ রাত



আমি সে শকুনির অপেক্ষায়

যে তোমার মিথ্যুক ঠোঁটগুলোকে ঠুঁকরে খাবে।

আমি সে শিয়ালিনীর পদশব্দে কান পাতি

যে তোমার কন্ঠনালীকে ছিঁড়ে খাবে।

আমি সে পথিকের পথ চেয়ে

যে তোমার অর্ধ উদরস্থ শবদেহ কুঁড়াবে।

আমি সে শরাবী ডোমের চেতনা ফেরার ক্ষণ গুনি

যে তোমাকে কেঁটে কুঁটে দু'ভাগ করবে।

আমি সে শ্মশানচারীর মাতাল চোখ খুঁজি

যে তোমাকে অব্যক্ত ঘৃণায় মাটি চাপা দেবে।

আমি সে ক্ষণের ছবি অনুক্ষণ দেখি

যখন তুমি ধুলোয় মিশে যাবে।

বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332090
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অপেক্ষার পালা শেষ হবেই একদিন।
২৮ জুলাই ২০১৫ সকাল ১০:৪৭
274386
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ।অপেক্ষার প্রহর গুনেই জালিমের অবসানের জন্য সর্বদা কান পাতি।
332103
২৮ জুলাই ২০১৫ রাত ০১:০৬
আবু জারীর লিখেছেন : খুব ভালো লিখেছেন।
ধন্যবাদ স্যার।
২৮ জুলাই ২০১৫ সকাল ১০:৪৭
274387
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ,আবু জারীর আপনার ভালো লাগার জন্য।
332109
২৮ জুলাই ২০১৫ রাত ০১:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মুগ্ধ হলাম কবিবর,অসাধারণ..!!! ধন্যবাদ..
২৮ জুলাই ২০১৫ সকাল ১০:৪৯
274388
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই আপানার মত গুনমুগ্ধকে মুগ্ধ করতে পেরেছি বলে আত্মতৃপ্তি পাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File