শীত নাকি শিশির?

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৬ জুলাই, ২০১৫, ১১:১০:৪৪ সকাল



কুয়াশায় মোড়ানো সূর্যটা আড়মোড়া ভেঙ্গে

তালপাতার উপর দাঁড়ালেই

তুমি কান্না হয়ে যেতে,

টপাটপ টপ্‌ টপ।

বিশাল সরিষা ক্ষেতের আ'লে

আমি পা ফসকে পড়তাম

হলুদের বাহারি নাচনে আনমনা হয়ে।

দূর্বাঘাসের সদ্যস্নাত গায়ে কিরনের ঝকমকি,

চিকন চালের আলগা পান্তা ভাত,

মাটির বরুনার উপর মাংসের চর্বি

সবটাতেই তোমার ছোঁয়া।

পাকা ধানের ঝরে যাওয়া শিসগুলো

তোমার ব্যথায় চেতনাহীন,

আলু আর মুলা ক্ষেতের পাতায় বসে

তুমি হাঁসছো বিরামহীন।

কাজেম আলীদের গরুর গাড়ির চাকায়

জার দিয়েছ তুমি পুরোটা রাত,

নুর হোসেনের কোদালে দেখি অদৃশ্য ভার,

দড়ির মতো প্যাঁচানো চাঁদর গায়ে

কাসেম মাঝি তবু চালায় দ্বিচক্রযান।

ছেঁড়া স্যান্ডেলের ফিতা হাতে আমি

সাকুনির মার খড়ের গাদায় জবুথবু,

মায়ের বকুনির অপেক্ষায়।

বিষয়: বিবিধ

৮৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331652
২৬ জুলাই ২০১৫ সকাল ১১:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অসম্ভব ভালো লাগলো।

ছেঁড়া স্যান্ডেলের ফিতা হাতে আমি
সাকুনির মার খড়ের গাদায় জবুথবু,
মায়ের বকুনির অপেক্ষায়।

অসাম অসাম
২৭ জুলাই ২০১৫ রাত ১২:৫০
274067
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ তোমার হূদয় জুড়ে আমি।
331654
২৬ জুলাই ২০১৫ সকাল ১১:৫০
নাবিক লিখেছেন : এই অসম্ভব গরমে আপনার শীতের কবিতা হৃদয়ে শীতলতা ছড়িয়ে দিলো।
২৭ জুলাই ২০১৫ রাত ১২:৫১
274068
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ নাবিক
331667
২৬ জুলাই ২০১৫ দুপুর ০১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বৃষ্টির মধ্যে শিতের কবিতা!!
তবে ভাল লাগল।
২৭ জুলাই ২০১৫ রাত ১২:৫২
274070
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : বৃষ্টির কবিতা সবাই লিখছেন। তাই আমি একটু আগে শীতে চলে গেলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File