দোসরা শ্রাবণ

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১৯ জুলাই, ২০১৫, ১২:২৫:৩৯ রাত



সাত সকালে চোখ নিঙড়িয়ে তোমাকে দেখে

আমার তো রাজ্যের বিরক্তি,

এত করে চাইলাম এসো না,এসো না,

তবু নির্লজ্জের মতো চলে এলে।

পকেটে পুরে বসে আছো আস্ত সূর্যটা।

ভাবলাম নাস্তাটা সেরে চলে যাবে।

ওমা, তুমি দেখছি কুঁড়ের বাদশা,

যাচ্ছি,যাব করে তালবাহানা।

কখনো দেখছি লূকোচুরি খেলছো

মেঘের সাথে, কখনো অভিমানী কান্না,

কখনো আবার ধুমসীর মতো দাপাচ্ছো অবিরাম।

ভাবলাম লাঞ্চ সেরে বুঝি বিদায় নেবে,

একি, লাঞ্চের পরও তুমি?

ও আচ্ছা, বিকেলের নাস্তা সেরে তবে?

কি বেহায়া তুমি!

ডিনারের জন্য গেঁড়ে বসে আছো।

দেরি হচ্ছে বলে সেকি কান্না!

পথ-ঘাট,নদী-নালা ভাসিয়ে দিলে

ক্ষ্যাপাটের মতো,

ঝামটা মেরে বললে এ আমার ভরা যৌবন

এখন কেন যাব?

আমি হিসেবের খাতা খুলে দেখলাম

তাইতো, আজ যে দোসরা শ্রাবণ!

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330572
১৯ জুলাই ২০১৫ রাত ০২:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
তাইতো, আজ যে দোসরা শ্রাবণ!

আমরাও বলি কোরাসের করে অসাধারণ!!
ধন্যবাদ সেলিম ভাই..
১৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২২
272888
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মিনহাজ ভাই।
330604
১৯ জুলাই ২০১৫ সকাল ১০:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুণ লিখেছেন, শুভ কামনা রইলো
১৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
272889
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ আলামগীর মুহাম্মদ সিরাজ।
330650
১৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:২০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উপমাময় কথায় বর্ষার ছবি তুলে এনেছেন! ভালো লাগলো, ধন্যবাদ।
১৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
272890
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ নুর আয়শা আব্দুর রহিম।
330867
২০ জুলাই ২০১৫ রাত ০৯:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শ্রাবনের ঈদ!!
২১ জুলাই ২০১৫ রাত ১২:২৯
273095
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File