বিবর্তন
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১৬ জুলাই, ২০১৫, ০২:১৫:২৭ রাত
সেই আদমশৃংগ থেকে শুরু
অতপর বিরামহীন ছুটে চলা।
ক্ষমার পথে,প্রায়চিত্তের পথে,
দীর্ঘ প্রতিক্ষার যবনিকা-আরাফাত।
হাবিল-কাবিল, প্রজন্মের পর প্রজন্ম।
কানানের বিদ্রোহ,নুহের নৌকা
দাঊদ, মুসা, ঈসা,ইউনুছ আরো অগনিত,
সাদ্দাদ,নমরুদ,ফেরাউন,কারুন,
আলোর ঝিলিক, কবরস্থ জাহেলিয়াত।
অভিশপ্ত বনী ইসরাঈল অথচ জ্ঞানী!
পাঁচশত সত্তর,কোরাইশ,আমেনা-
জাহেলিয়াতের হিমালয় কাঁপে থরথর,
আবু লাহাব, আবু জাহেল, হিন্দ
ধুলিস্যাত বংশ গৌরব।
মুহম্মদ,মুহম্মদ,মুহম্মদ
আলোর মশাল জ্বলে উঠে হেরায়,
'পড় তোমার প্রভুর নামে'
ক্বাবার ভেতর বেহুশ মাটির খোদারা।
বেলালের চিত্কার, আবিসিনিয়ায় হিজরত,
ক্ষুধার উপশমে বৃক্ষপত্র আহার
থামেনি হেরার আলো।
অতপর মদিনা-নবীর শহর।
বদর,উহুদ,খন্দকের পথ ধরে হুদায়বিয়া,
দেখো ঐ আরাফাতের বিদায় ভাষন,
মানবতার মুক্তির সনদ।
বিষয়: বিবিধ
৭৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন