সাহিত্যের সাথে পথ চলা--০৬

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১০ জুলাই, ২০১৫, ০২:০৮:৩৮ রাত



গ্যাব্রিয়েলের মুখোমুখি বসে কাটিয়ে দিলাম

নিঃসংগতার একশ বছর,

দম বন্ধ করা কথার সাটুনি।

মারিও পুজার পকেটে গড ফাদার,

মাফিয়াদের রাজ্যে অবাধ বিচরন,

নিজেকে মাফিয়া ভেবে খুলতে চাই

ড্যান ব্রাউনের দা ভিঞ্চি কোড,

মোনালিসার হাসিতে নিহত আমি

হারিয়ে যাই আচিন দেশে।

রবার্ট লুডলামকে বলে খুঁজতে বেরোই

বর্ন আইডেন্টটিটি, বর্ন সুপৃমেসি,

এনথনি স্যাম্পসন পথে বসিয়ে শুনালেন

ম্যান্ডেলা-বর্ন বৈষম্যের মৃত্যুদূত!

ফ্রেডরিক ফরসাইথ এভেঞ্জার হাতে

নিয়ে চলেন আফগান,

রুশ-আমিরিকার খেলার মাঠে।

গোলশূন্য খেলায় আইকন আফগানরা

অন্ধকারে বস্ত্রহরণ করে দখলদারদের।

আমি পাতা উল্টাই আনমনে

চে' গুয়েভারার মটর সাইকেল ডায়েরি পড়ি-

ব্যর্থ বিপ্লবী হতাশ করে আমায়,

ক্লান্ত আমি জন ম্যাক্‌ফীর দেশে আসা দেখি,

ভাবছিলাম গোলাম মাওলা রনির

মোগল হেরেমের কাহিনী শুনব,

কিন্তু মাহমুদুর রহমানের জেল থেকে জেলে

পৌঁছে দেয় আবুল আসাদের কালো পঁচিশে।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329423
১০ জুলাই ২০১৫ রাত ০২:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বরাবরের মতই অনন্য, অনবদ্য এবং অসাধারণ..চলতে থাকুন, সাথে আছি.. ধন্যবাদ।
১২ জুলাই ২০১৫ রাত ০২:৫৪
271906
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই।
329430
১০ জুলাই ২০১৫ রাত ০৪:০১
এ,এস,ওসমান লিখেছেন : উপন্যাসগুলোর লেখকের নাম সহ কাহিনীর পটভূমি নিয়ে দারুণভাবে সাজিয়েছেন। আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১২ জুলাই ২০১৫ রাত ০২:৫৫
271907
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ এ, এস, ওসমান ।
329472
১০ জুলাই ২০১৫ রাত ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বইগুলি আমারও খুব ভাল লাগে!!
ড্যান ব্রাউন বিশেষ করে।
১২ জুলাই ২০১৫ রাত ০২:৫৫
271908
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File