সাহিত্যের সাথে পথ চলা--০৬
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১০ জুলাই, ২০১৫, ০২:০৮:৩৮ রাত
গ্যাব্রিয়েলের মুখোমুখি বসে কাটিয়ে দিলাম
নিঃসংগতার একশ বছর,
দম বন্ধ করা কথার সাটুনি।
মারিও পুজার পকেটে গড ফাদার,
মাফিয়াদের রাজ্যে অবাধ বিচরন,
নিজেকে মাফিয়া ভেবে খুলতে চাই
ড্যান ব্রাউনের দা ভিঞ্চি কোড,
মোনালিসার হাসিতে নিহত আমি
হারিয়ে যাই আচিন দেশে।
রবার্ট লুডলামকে বলে খুঁজতে বেরোই
বর্ন আইডেন্টটিটি, বর্ন সুপৃমেসি,
এনথনি স্যাম্পসন পথে বসিয়ে শুনালেন
ম্যান্ডেলা-বর্ন বৈষম্যের মৃত্যুদূত!
ফ্রেডরিক ফরসাইথ এভেঞ্জার হাতে
নিয়ে চলেন আফগান,
রুশ-আমিরিকার খেলার মাঠে।
গোলশূন্য খেলায় আইকন আফগানরা
অন্ধকারে বস্ত্রহরণ করে দখলদারদের।
আমি পাতা উল্টাই আনমনে
চে' গুয়েভারার মটর সাইকেল ডায়েরি পড়ি-
ব্যর্থ বিপ্লবী হতাশ করে আমায়,
ক্লান্ত আমি জন ম্যাক্ফীর দেশে আসা দেখি,
ভাবছিলাম গোলাম মাওলা রনির
মোগল হেরেমের কাহিনী শুনব,
কিন্তু মাহমুদুর রহমানের জেল থেকে জেলে
পৌঁছে দেয় আবুল আসাদের কালো পঁচিশে।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ড্যান ব্রাউন বিশেষ করে।
মন্তব্য করতে লগইন করুন